বকশীগঞ্জ সীমান্তে ২১ বাংলাদেশিকে আটক
দেশীয় অস্ত্রসহ দুই জেলায় ৮ ডাকাত গ্রেপ্তার
প্রকাশ | ১১ আগস্ট ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
জামালপুরের বকশীগঞ্জে সীমান্ত সন্দেহভাজন ২১ বাংলাদেশিকে আটক করেছে আনসার। এ ছাড়া নোয়াখালী ও লক্ষ্ণীপুরের রামগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও সাধারণ জনতা। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে সীমান্তের পাহাড়ি এলাকা থেকে সন্দেহভাজন ২১ বাংলাদেশিকে আটক করা হয়েছে। শুক্রবার উপজেলার সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত আনসার ভিডিপির সদস্যরা তাদের আটক করেন।
জানা যায়, বকশীগঞ্জ সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের দিঘলা কোনা খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাধু আন্দ্রে ধর্মপলস্নীর পাহাড়া দিচ্ছিলেন আনসার ভিডিপির সদস্যরা। ওই রাতে দীঘলা কোনা এলাকায় পাহাড় দিয়ে কিছুসংখ্যক ব্যক্তি ঘোরাঘুরি করতে দেখে তাদের সন্দেহ হয়। পরে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে ধানুয়া কামালপুর ইউনিয়ন আনসার ভিডিপির দলনেত্রী নূরজাহান বেগম অঞ্জলী বলেন, 'গভীর রাতে নোম্যান্স ল্যান্ডের কাছাকাছি ঘোরাঘুরি করতে দেখে আমরা তাদের আটক করি এবং বিজিবির ক্যাম্পে রাখি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।' নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে সেনাবাহিনী।
স্টাফ রিপোর্টার, নোয়াখালী জানান, নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে সেনাবাহিনীর ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাম্প সদস্যরা। শনিবার দুপুরে সেনাবাহিনীর ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। আটকরা হলো রাসেল, নুরুদ্দিন এবং তারেক। তাদের কাছ থেকে দুটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে উলেস্নখ করা হয়, শুক্রবার রাত ১টার দিকে আন্ডারচর গ্রামে ১৫ থেকে ২০ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্রসহ প্রবেশ করে। এ সময় গ্রামবাসী জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করলে তিনজন ছাড়া বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
রামগঞ্জ (লক্ষ্ণীপুর) প্রতিনিধি জানান, লক্ষ্ণীপুরের রামগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ কিশোর গ্যাংয়ের সদস্যকে আটক করছে বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী শুক্রবার উপজেলার পানিয়ালা বাজারে রাত ৯টার দিকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে দেশীয় বিভিন্ন অস্ত্র উদ্ধার করা হয়। আটকরা হলো- উপজেলার ভাদুর ইউপির ভাদুর-কেথুড়ি গ্রামের পারভেজ (১৫), রিয়াদ (১৪), সাব্বির (১৬), নাসির (১৬) ও সামির (১৪)। আটকের সময় আরও ৩ জন পালিয়ে যেতে সক্ষম হয়।
সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোরশদুল হক বলেন, এদের সঙ্গে আর কারা জড়িত ছিল তথ্যভিত্তিতে বাকিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসব।'