সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ১০ আগস্ট ২০২৪, ০০:০০
প্রতিনিধি
অর্থ বিতরণ
ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে আশিকুর রহমান পাভেল ফাউন্ডেশনের আয়োজনে অসহায় গরিব মানুষের মাঝে নগদ অর্থ ও খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার ভগীরথপুর হাজী লাল মিয়া মোলস্না উচ্চ বিদ্যালয় মাঠে এসব বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মোমেন মোলস্না। এ সময় উপস্থিত ছিলেন ভগীরথপুর হাজী লাল মিয়া মোলস্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, সাপ্তাহিক খোরাক পত্রিকার সম্পাদক এমদাদুল ইসলাম খোকন, মাধবদী প্রেস ক্লাবের সম্পাদক নজরুল ইসলাম, নওপাড়া মডার্ন কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ মুছা মিয়া প্রমুখ।
মতবিনিময় সভা
ম ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ইন্দুরকানীতে সেনাবাহিনীর জিওসি মেজর জেনারেল আব্দুল কায়উম মোলস্নার সঙ্গে উপজেলা প্রশাসন, সাংবদিক ও সুধিজনের সঙ্গে মতবিনিমত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে এতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহেদুর রহমান, পুলিশ সুপার শরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবুবক্কর সিদ্দিকী, ওসি কামরুজ্জামান তালুকদার, কৃষি অফিসার কামরুন নেসা সুমি, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিকুল ইসলাম, সমাজসেবা অফিসার মাশহিদুল হক, শিক্ষা অফিসার খলিলুর রহমান, ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদার, মশিউর রহমান মঞ্জু, মাসুদ করিম ইমন তালুকদার প্রমুখ।
দোয়া মাহফিল
ম হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে আন্দোলনে নিহত শহীদ আবু সাঈদসহ সব শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিএনপির আয়োজনে উপজেলার বালস্না ইউনিয়নের বাস্তা বাজারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাস্তা বাজার এলাকার বিএনপির স্থানীয় নেতাকর্মীদের আয়োজনে দোয়া মাহফিলের অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদসহ সব শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়। দোয়া মাহফিল অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গরু চুরি
ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশের বরকল ইউনিয়নে দুই রাতে ৫টি গরু চুরি হয়েছে। বুধবার রাতে পাঠানদন্ডী এলাকার আবু তৈয়বের গোয়াল ঘর থেকে ৪টি গরু চুরি হয়েছে। আগের রাতে পার্শ্ববর্তী এলাকার গ্রাম পুলিশ সদস্য বদরুলের ১টি বড় গাভি চুরি হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরকল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান দিলীপ ভট্টাচার্য জানান, পুলিশ প্রশাসন দায়িত্ব পালন করতে না পারায় দুর্বৃত্তরা সক্রিয় হয়ে উঠেছে।
শোক প্রকাশ
ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আন্দোলনে নিহতদের জন্য শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে ফটিকছড়ি বিএনপি। নিহতদের জান্নাত কামনা এবং আহতদের দ্রম্নত আরোগ্য কামনা করে বিএনপির একাংশের উদ্যোগে ৯ শুক্রবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর, মোবারক হোসেন কাঞ্চন, আবুল কালাম আজাদ, নাজিম উদ্দিন শাহীন, মুনছুর আলম চৌধুরী, মিয়া খান ফরিদ, বাহার চৌধুরী, আজম খান, মীয়া মোশরাফুল আনোয়ার চৌধুরী মশু, জসিম উদ্দিন নান্নু, মোঃ হাসান, মোজাহারুল ইকবাল লাভলু, বাসেক প্রমুখ।
নবীনবরণ অনুষ্ঠিত
ম ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠানের অধ্যক্ষ নূরুল ইসলাম মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. আবু সাঈদ জুয়েল। এ সময় অন্যদের আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক জায়েদা আক্তার, শিক্ষক প্রতিনিধি আরিফ হোসেন, সহকারী শিক্ষক সুলতান উদ্দিন, আফাজ উদ্দিন প্রমুখ।
জরুরি সভা
ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
\হশেখ হাসিনা সরাকারের পদত্যাগ করার পরবর্তী সময়ে বিভিন্ন এলাকায় নাশকতার বিরুদ্ধে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এক জরুরি সভা করেছে দুর্গাপুর উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও এম রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্যে রাখেন উপজেলা চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি, এসি ল্যান্ড মোস্তাফিজুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ঈমাম হাসান আবুচান, উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল আলম ভূইয়া, সাবেক সভাপতি অ্যাডভোকেট এম এ জিন্নাহ্, জামায়াতে ইসলামী উপজেলা শাখার সদস্য একেএম রুস্তম আলী, প্রেস ক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল প্রমুখ।
মতবিনিময় সভা
ম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের রূপগঞ্জের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ সর্বদলীয় নেতাদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল। বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপি সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, সম্পাদক বছির উদ্দিন বাচ্চু, ভুলতা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্বাস উদ্দিন প্রমুখ।
শান্তিশৃঙ্খলা সভা
ম ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে শান্তিশৃঙ্খলা উন্নয়নে রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আল কামাহ তমালের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, ওসি মোস্তাফিজার রহমান, বৈষম্যহীন কোটা আন্দোলনের সম্বনয়কারী নেতৃবৃন্দ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাহাজুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নবিউল ইসলাম, সম্পাদক সাবেক ভিপি মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, ইউপি চেয়ারম্যান ছামেদুল ইসলাম প্রমুখ।
দোয়া মাহফিল
ম মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরের বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের ৩৫টি মসজিদে মিলাদ মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। কোটা আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এ আয়োজন করা হয়। জানা গেছে, বিএনপির সাবেক ইউনিয়ন সভাপতি ফজর আলীর ছেলে আতাবুর রহমানের মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে ইউনিয়নের বিএনপির অঙ্গসংগঠনসহ অন্যান্য দলের নেতাকর্মীরা এবং মুসলিস্নগন অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হজরত আলী, ইউনিয়ন বিএনপি সম্পাদক মোক্তার হোসেন।
সভা অনুষ্ঠিত
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুরে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাজিতপুর ডিগ্রি কলেজের সাবেক জিএস, ছাত্র নেতা নূরে আলম দিপু। বৃহস্পতিবার মতবিনিময়ের সময় বাজিতপুর থানার ইনচার্জ মুর্শেদ জামান উপস্থিত ছিলেন। নূরে আলম দিপু জানান, বর্তমান পরিস্থিতিতে তার নির্দেশনায় পাঁচটি গ্রামকে ভাঙচুরের হাত থেকে রক্ষা করেছেন। এই গ্রামগুলো হলে সরিষাপুর, জুমাপুর, দেওচান্দী, হাটিপাড়া, ইকরআটিয়া।
রিকশা বিতরণ
ম নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
'থাকবে না হারানোর ভয়, সততাই করবে জয়' স্স্নোগানকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জে সততা ফাউন্ডেশন একটি মোটরচালিত রিকশা ও দুটি সেলাই মেশিন বিতরণ করেছে।
উপজেলার শোলস্না ইউনিয়নের সিংজোড় গ্রামের মো. জাবেদ আলীকে রিকশা, মহব্বতপুর গ্রামের ইয়াছমিন ও কোন্ডা গ্রামের স্মৃতিকে সেলাই মেশিন বিতরণ করা হয়। শুক্রবার উপজেলার শোলস্না উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এসব বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শোলস্না উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন আহমেদ, সাহেদ আলম, হারুন অর রশীদ, জসীম উদ্দিন খান,এহেসান আহম্মেদ নাজির,বিকাশ কুমার, আব্দুল আলীম, ইমরান শরিফ বিলাস, বিপস্নব আহম্মেদ বাহাদুর প্রমুখ।
শান্তি সমাবেশ
ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে শিক্ষার্থী-জনতার আয়োজনে শান্তি সমাবেশ ওর্ যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার মাধবদী এসপি স্কুলের মাঠ থেকে শুরু হয়ে পৌরসভা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই স্থানে শেষ হয়। এর আগে ছাত্র-শিক্ষকগণ বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন। এ সময় তারা সবাকে দেশে শান্তি বজায় রাখার জন্য আহ্বান জানান। এ ছাড়াও গত কয়েকদিন ধরে শিক্ষার্থীরা মাধবদী শহরের যানজট নিরসনের জন্য কাজ করে যাচ্ছেন। এ সময় শান্তি মিছিলসহ এসব কার্যক্রমে ছাত্রদের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ সার্বিক সহযোগিতা করছেন।
সভা অনুষ্ঠিত
ম বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় সনাতন ধর্মাবলম্বী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের সঙ্গে উপজেলা জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। বুধবার পৌর শহরের সাফরন রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম। উপজেলা জামায়াতের মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য মুহাম্মদ কামাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গ্রামতলা জামেয়া মাদ্রাসার সুপার মাওলানা ইসলাম উদ্দিন, উপজেলা নায়েবে আমীর ফয়ছল আহমদ, মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য রবিউল ইসলাম সুহেল, অধ্যাপক আব্দুল মুহাইমিন প্রমুখ।ু