টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার এলাসিন ধলেশ্বরী নদীর ওপর নির্মিত 'শামছুল হক সেতু' টোলমুক্ত ঘোষণা করেছে ছাত্র-জনতা। এতে খুশি হয়েছেন সিএনজিচালিত অটোরিকশা চালকসহ বিভিন্ন যানবাহন শ্রমিক এবং সব শ্রেণিপেশার মানুষ। বৃহস্পতিবার দুপুরে ছাত্র-জনতা একত্র হয়ে এক মিছিলের মাধ্যমে সেতুর টোলমুক্ত ঘোষণা করে। এ মিছিলে ছাত্র-জনতা ও যানবাহন শ্রমিকরা অংশগ্রহণ করে। তারা জানায়, সেতুটি টোলমুক্ত করার প্রতিশ্রম্নতি থাকলেও দীর্ঘদিন ধরেই কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজে লোক দেখানো দরপত্রের মাধ্যমে টোল আদায় করে যানবাহন শ্রমিকদের শোষণ করে আসছিল। সেই শোষণ অবসানের দাবি জানিয়ে ছাত্র-জনতা ও যানবাহন শ্রমিকরা সেতুটি টোলমুক্ত ঘোষণা করেন। তারা টোল পস্নাজার বেড়িকেট তুলে দিয়ে যানবাহন চালকদের টোল না দেওয়ার আহ্বান জানান। এ কাজে সন্তোষ প্রকাশ করে ছাত্রদের ধন্যবাদ জানিয়েছে সড়ক ব্যবহারকারী যানবাহন শ্রমিকসহ সব শ্রেণিপেশার মানুষ।