শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

আত্রাইয়ে যায়যায়দিনের প্রতিনিধি ওমর ফারুকের ওপর হামলা

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
  ১০ আগস্ট ২০২৪, ০০:০০
আত্রাইয়ে যায়যায়দিনের প্রতিনিধি ওমর ফারুকের ওপর হামলা

নওগাঁর আত্রাইয়ে সাংবাদিকের ওপর হামলা ঘটনা ঘটেছে। গত সোমবার রাত অনুমান ৮ টার সময় উপজেলার চকশিমলা গ্রামে ঘটনাটি ঘটেছে।

জানা যায়, দৈনিক যায়যায়দিন ও বাংলাদেশ টুডের আত্রাই উপজেলা প্রতিনিধি এবং আত্রাই থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক গত সোমবার সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালন শেষে তার নিজ বাড়ি চকাশিমলা ফিরছিলেন। পথে চকশিমলা গ্রামের মুনসুর রহমানের পুকুরের পূর্বদিকে পৌছামাত্র স ম সাজ্জাদ হোসেন তোতার নির্দেশে চকশিমলা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মঞ্জু, ওয়ার্ড যুব দলের সভাপতি এলাহী মন্ডল, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, স্থানীয় বিএনপির আবু তালেব, হাসিমুজ্জামান হামান, শহিদুল ইসলাম ধলুসহ ১৫-২০ জন সাংবাদিক ওমর ফারুকের উপর সন্ত্রসাসী হামলা চালায়। তিনি হামলায় আহত হয়ে একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।

পরে রাতে সাংবাদিক ওমর ফারুকের বাড়িতে তারা হামলা করে ভাংচুর করবে ও আগুন লাগিয়ে দেবে এমন সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে