ফারমার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল হক বাবুল চিশতী ও তার ছেলে ব্যারিস্টার রাশেদ চিশতী নিঃশর্ত মুক্তির দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দিয়েছেন টঙ্গী ও জামালপুরের সাধারণ জনগণ।
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে সামনে মানববন্ধন শেষে মিছিল নিয়ে তারা বঙ্গভবন যান।
এ সময় প্রতিনিধি দলের কাছ থেকে রাষ্ট্রপতির পক্ষে স্মারকলিপি গ্রহণ করেছেন সেনাবাহিনীর একটি টিম। তারা এটি দ্রম্নতই রাষ্ট্রপতির কাছে পৌঁছে দেবেন বলে জানিয়েছেন। এর আগে সকালে সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবে সামনে জামালপুরের বকশিগঞ্জ উপজেলার সর্বস্তরের সাধারণ জনগণ মানববন্ধন করেন।
বীর মুক্তিযোদ্ধা আফসার আলীর সভাপতিত্বে ও বাট্টাজোড় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুর রহিম সরকারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জামালপুর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সেলিম রেজা, কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় সদস্য সৈয়দ নুর তাজ কিরণ, ধানুয়া কামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল, বাট্টাজোড় নগর মাহমুদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবু সাইদ, স্ট্যান্ডার্ড ক্রপ কেয়ার বাংলাদেশের ব্যবস্থাপনা শাহিনুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী ফেরদৌস আলম রিমন প্রমুখ।