শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

শ্রীনগরে বিএনপি নেতাদের মন্দির পরিদর্শন ও সভা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  ১০ আগস্ট ২০২৪, ০০:০০
মুন্সীগঞ্জের শ্রীনগরে সংখ্যালঘুদের নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন মন্দিরে সুরক্ষা দিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম -যাযাদি

শেখ হাসিনার সরকার পদত্যাগের পর পুলিশ বাহিনীর সদস্যদের কর্মবিরতিতে যাওয়ায় শ্রীনগরে সংখ্যালঘুদের নিরাপত্তা জোরদারসহ বিভিন্ন মন্দিরে সুরক্ষা দিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার দুপুর ১২টায় উপজেলার কেন্দ্রীয় অনন্তদেব মন্দিরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন, সহ-সম্পাদক ফারুক মোড়ল, যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম পার্থ, যুব নেতা শেখ মুজিবর, যুবদলের সদস্য সচিব মামুনুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়সাল আহমেদ রনি, সদস্য সচিব রজিন খান, শ্রীনগর ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম।

বক্তারা বলেন, 'আমরা সবাই বাংলাদেশি এ মাতৃভূমিতে একে অপরের পাশাপাশি বসবাস করি। যার যার ধর্ম সে সে পালন করবে এখানে কোনো ভেদাভেদ নেই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে