শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ০৯ আগস্ট ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

শোকর্ যালি

ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

কোটা আন্দোলনের পর অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতি রক্ষা করা এবং কোটা আন্দোলনে নিহতদের স্মরণে জামালপুরের বকশীগঞ্জে শোকর্ যালি করা হয়েছে। বুধবার পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বকশীগঞ্জের (পুসাব) আয়োজনে বকশীগঞ্জ পৌর শহরে এর্ যালি অনুষ্ঠিত হয়। শোকর্ যালি শেষে বক্তব্য রাখেন মনিরুজ্জামান মনির, শাহীনুর ইসলাম, জুয়েল হাসান, নাহিদুর রহমান, দুলুরুজ্জামান, বাপ্পী ও বীর মুক্তিযোদ্ধা পরিমল সরকার। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানে যেন কোনো ধরনের হামলা-ভাঙচুরের ঘটনা না ঘটে সেজন্য হিন্দু নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সৌজন্য সাক্ষাৎ

ম চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারী মডেল থানা পুলিশের সঙ্গে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। এ সময় যে কোনো অপ্রীতিকর ঘটনায় ছাত্ররা পুলিশের সঙ্গে এক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ প্রাণ কৃষ্ণ দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে পুলিশকে গণমানুষের আস্থার বাহিনী হিসেবে কাজ করার আহ্বান জানিয়ে মিষ্টি মুখ করানো হয়। সাব্বির আহম্মেদ, সাজ্জাদ সাদিক, মেহেদী হাসান, মো. রানা, সাদেকুল হাসান, তাসমিমুল হাসান ও মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

মিলাদ মাহফিল

ম আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

আন্দোলনে আত্মত্যাগকারী বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদসহ শহীদদের আত্মার মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জের আড়াইহাজারে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার হাইজাদী ইউনিয়নের তাঁতিপাড়া কলাগাছিয়া ঈদগাহ মাঠে এ আয়োজন করা হয়। মিলাদ মাহফিল ও মোনাজাতের পর অনুষ্ঠিত হয় কাঙালিভোজ। এর আগে কলাগাছিয়া গ্রামবাসী বুধবার রাতে সামাজিকভাবে বসে শহীদ ছাত্র-জনতার আত্মত্যাগের কথা স্মরণ করে এক আলোচনা সভা করে।

বিজয় মিছিল

ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

আওয়ামী সরকার পতনে ছাত্র-জনতাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিজয় মিছিল করেছেন বাঁশখালী উপজেলা বিএনপি। বুধবার দুপুরে বাঁশখালী উপজেলার কাথরিয়া বাজার থেকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ জাহান চৌধুরীর নেতৃত্বে এ বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাসহ হাজার হাজার ছাত্র-জনতা অংশ নেন। এ সময় শাহ জাহান চৌধুরী বলেন, 'লক্ষ লক্ষ বীর ছাত্রছাত্রী ও সাধারণ জনতার রক্তের বিনিময়ে আমরা পুনরায় স্বাধীনতা অর্জন করেছি। এর সম্পূর্ণ কৃতিত্ব ছাত্রছাত্রী ও জনতার। তারা বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযোদ্ধা। আন্দোলনের সাফল্যের জন্য সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।'

থানা পরিদর্শন

ম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

আগুনে বিধ্বস্ত কিশোরগঞ্জ ভৈরব থানা পরিদর্শন করেছেন জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম। এ সময় উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পৌর বিএনপি নেতা হাজি শাহিন, মুজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে গত সোমবার দুর্বৃত্তরা ভৈরব থানার মূল্যবান কাগজপত্র, অস্ত্র, পুলিশের গাড়িতে আগুন, চেয়ার-টেবিল, কম্পিউটারসহ বিভিন্ন দ্রব্যাদি লুটপাট করে থানায় আগুন লাগিয়ে দেয়। এদিন দুর্বৃত্তদের ভয়ে আতঙ্কে জীবন বাঁচাতে থানায় কর্মরত ওসিসহ সব পুলিশ পালিয়ে যায়।

শান্তি সমাবেশ

ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদস্য সচিব রেজয়ানুল হাবীব রফিক, জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক কবির আহাম্মেদ, পৌর বিএনপির আহ্বায়ক রবিউল কবির মনু, সদস্য সচিব আবু জাফর লেলিন, থানা বিএনপির সদস্য সাজ্জাদুর রহমান সাজুসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।

মতবিনিময় সভা

ম রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা বিএনপির নেতারা। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান সময়ে চলমান পরিস্থিতিতে সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখতে আলোচনা করা হয়। উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহম্মদ ভুঁইয়া সভায় সভাপতিত্ব ও সাংগঠনিক সম্পাদক শেফায়েত উলস্নাহর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্পাদক নুর হোসেন নুরু, যুগ্ম সম্পাদক ইলিয়াস হোসেন, পৌর বিএনপির সম্পাদক মো. আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক শেফায়েত মোর্শেদ মিঠু প্রমুখ।

শান্তি মিছিল

ম স্টাফ রিপোর্টার, নীলফামারী

শেখ হাসিনা সরকারের পদত্যাগে নীলফামারীতে বিজয় ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর সাধারণ শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। নীলফামারী শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শান্তি মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীলফামারীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন। এর আগে শহীদ মিনারে বিভিন্ন স্থান থেকে এসে সমবেত হন অংশগ্রহণকারীরা।

আইনশৃঙ্খলা সভা

ম নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মেজর তাওহীদ, ইউএনও ইমতিয়াজ মোরশেদ, ওসি মোহাম্মদ আল মাহমুদ। এ সময় বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য ডা, ছালেক চৌধুরী, মামুন আর রশিদ, ছাদরুল আমীন চৌধুরী, শামীম রেজা চৌধুরী বাদশা, ইসাহাক আলী, আলহাজ আব্দুর রহমান, সাজ্জাদ আলী টিটু, জামায়াতে ইসলামীর সাবেক উপজেলা আমির মাঈনুল ইসলাম মিনু, সেক্রেটারি দেলোয়ার হোসেন, নুহু আলম, সদর ইউনিয়ন সেক্রেটারি সুলতান মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা

ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনামের সঙ্গে বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা হল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনির, যুগ্ম সম্পাদক মস্তুফা আমিনুল হক, বিএনপি নেতা মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক আবুল ফজল হোসেনসহ অঙ্গসংগঠনের নেতারা।

বিক্ষোভ মিছিল

ম সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার সাঁথিয়ায় বর্তমান প্রেক্ষাপট উন্নয়নে শান্তি-শৃঙ্খলা সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পিপুলিয়া মহিলা মাদ্রাসায় এ সভা অনুষ্ঠিত হয়। বকুল হোসেনের সভাপতিত্বে ও আসলাম উদ্দিনের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোস্তফা কামাল মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাঁথিয়া পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল গফুর, তদারককারী মাওলানা আবু হানিফ, সেক্রেটারি মাওলানা নুরুজজ্জামান, জামায়াত নেতা নজরুল ইসলাম, টর্নেডো গ্রম্নপের সমন্বয়ক জহুরুল হক, মোতাক্কাবীর, মানিক, অমর আলী ও মানিক বিশ্বাস।

কমিটি গঠন

ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে ছাত্র, শিক্ষক, গণমাধ্যমকর্মী, সুশীলসমাজ, বিএনপি ও জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ২৩ সদস্যবিশিষ্ট নাগরিক নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর এরিয়ার খোলাহাটি ক্যান্টনমেন্টের ক্যাপ্টেন রায়হান, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, উপজেলা বিএনপির সভাপতি শাহ্‌ শামীম হোসেন চৌধুরী, পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন প্রমুখ।

বিজয় মিছিল

ম শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

আওয়ামী লীগ সরকারের পতনে মাদারীপুরের শিবচরে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিজয় মিছিল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাৎবরণকারীদের স্মরণে দোয়া এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার আয়োজনে পাঁচ্চর বাজার রূপসী বাংলা পস্নাজার সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমদ, সেক্রেটারি মনির হোসাইন, সহ-সভাপতি বিএম হেমায়েত উদ্দিন, যুব আন্দোলনের সভাপতি মাওলানা মাহফুজুর রহমানসহ ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভা অনুষ্ঠিত

ম চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি

দেশজুড়ে চলমান সহিসংতায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে চাটখিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা এবং সাধারণ শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভাকক্ষে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সেনাবাহিনীর মেজর তানভীর রহমান, কর্নেল সাইফুল ইসলাম, চাটখিল উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমানসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে