সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ০৮ আগস্ট ২০২৪, ০০:০০
প্রতিনিধি
বাড়িতে ডাকাতি
ম পাবনা প্রতিনিধি
পাবনার আটঘরিয়ায় উপজেলার উত্তরচকে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়েছে। ডাকাত দল এ সময় নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ প্রায় ২৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। বুধবার দিবাগত রাত একটার দিকে এ লুটপাটের ঘটনা ঘটে। বাড়ির মালিক ব্যবসায়ী শ্যামল চন্দ্র সরকার জানান, ১০-১২ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত বাড়িতে ঢুকে সিন্দুক ভেঙে নগদ ৭ লাখ ১০ হাজার টাকা, ১৫ ভরি স্বর্ণালংকার, একটি মোটরসাইকেল, টেলিভিশন ও আসবাবপত্র লুটপাট করে নিয়ে যায়। যাওয়ার সময় তারা বারান্দায় পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী আগুন নিভিয়ে ফেলে। আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলাম জানান, সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আনন্দ মিছিল
ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা দেশত্যাগ ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার কালাবিবির দীঘির মোড় ও আনোয়ারা সদরে পৃথক মিছিল করেন নেতাকর্মীরা। উপজেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আবুর নেতৃত্বে পৃথক দুইটি মিছিল বের করা হয়। অপর দিকে উপজেলা যুবদলের একটি আনন্দ মিছিল সদর ইউনিয়নে অনুষ্ঠিত হয়। পরে মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহমদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান। এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নাঈম উদ্দিন ও ভারপ্রাপ্ত সদস্য সচিব আতিকুর রহমান আতিকের নেতৃত্বে একটি মিছিল শোলকাটা এলাকা থেকে আনোয়ারা সদরে গিয়ে শেষ হয়।
পরিচ্ছন্ন কাজে শিক্ষার্থীরা
ম ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কোটা আন্দোলন শেষ হতেই ঘাটাইল পৌর শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন কাজে ব্যস্ত সময় পার করছে শিক্ষার্থীরা। বুধবার এ কর্মসূচি পালন করা হয়। এ সময় পৌর শহর বিজয় একাত্তর চত্বরের গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক পরিচালনা করছেন জিবিজি সরকারি কলেজের শিক্ষার্থীরা। জনগণ এবং যানবাহন যাতে নিরাপদে পার হতে পারে সেদিকে তারা সর্বদাই সচেষ্ট। বিজয় একাত্তর স্তম্ভ ধোয়া-মোছার কাজ করছে তারা।
সভা অনুষ্ঠিত
ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পোরশায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় রাখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বিশেষ এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার আগে উপজেলা পরিষদ মিলনায়তনে এতে বক্তব্য রাখেন ইউএনও আরিফ আদনান, মেজর কাওসার, অফিসার ইনচার্জ আতিয়ার রহমান, অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ্ আলম। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, রাজনৈতিক নেতাদের মধ্যে বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান তৌফিকুর রহমান চৌধুরী, সাদেকুল ইসলাম, মাসুদ রানা, আজাহার আলী।
সম্মাননা অর্জন
ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সফল মৎস্য চাষি হিসেবে পাবদা-কার্প জাতীয় মাছ চাষে অবদান রাখায় দিনাজপুর জেলা পর্যায়ে সম্মাননা স্মারক-ক্রেস্ট পেলেন কাজী নবেদ রিজওয়ান চৌধুরী (তানিম)। তিনি জেলার ঘোড়াঘাট উপজেলার চৌধুরী গোপালপুর গ্রামের কাজী মাসুদুর রহমান চৌধুরীর ছেলে। ৩১ জুলাই জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে তাকে এই সম্মাননা স্মারক-ক্রেস্ট তুলে দেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূর-এ-আলম, পুলিশ সুপার শাহ্ ইফতেখার আহমেদ পিপিএম-সেবা, জেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুজ্জামানসহ অতিথিরা।
বিএনপির মিছিল
ম সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তিতে আনন্দ মিছিল করেছে নোয়াখালীর সেনবাগ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠন। বুধবার সেনবাগ দক্ষিণ বাজার বিএনপি কার্যালয় থেকে বিশাল আনন্দ মিছিল শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে সমাবেশ করে হাজারো নেতাকর্মী। পৌর বিএনপির আহ্বায়ক আবদুল হান্নান লিটনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সেনবাগ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিন উল্যাহ বিএসসি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক বাবুল, বিএনপি নেতা নুর নবী বাচ্চু, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ সহিদ।
সংবর্ধনা প্রদান
ম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক উদ্দশ্যমূলক ধড়-পাকড়ে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আটককৃত কারাবন্দি বিএনপির নেতাকর্মীরা কারামুক্ত হয়েছে। উপজেলা বিএনপিসহ অঙ্গ-সংগঠনের নেতারা কারামুক্ত সবাইকে সংবর্ধিত করেছেন। মঙ্গলবার সন্ধ্যায় নেতাকর্মীরা কারামুক্তদের সংবর্ধনা দিয়েছেন। কারামুক্ত নেতাকর্মীরা হলেন- বিনাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পৌর বিএনপির সহ-সভাপতি হুমায়ন কবির বাদশা, থানা বিএনপির সহ-সভাপতি ওয়াহিদুজ্জামান, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক নূরে আলম নুরা, জোতবানী ইউনিয়ন বিএনপির সভাপতি খোকন মিয়া। এ ছাড়া বিএনপি নেতাকর্মীদের মধ্যে কাটলা ইউনিয়নের বিএনপির অন্যতম সদস্য জাহাঙ্গীর আলমসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আজিজার রহমান, গোলাপ হোসেন, সাগর হোসেন ও পলাশ হোসেনকে সংবর্ধিত করেছে।
আইনশৃঙ্খলা সভা
ম বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় বুধবার উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সুধীদের নিয়ে আইনশৃঙ্খলা সভা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার অঙ্গীকার ব্যক্ত করে বক্তব্য রাখেন। তাদের মধ্যে ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি বর্তমান জেলা বিএনপির সদস্য মো. জাহাঙ্গীর হোসেন, সাবেক উপজেলা বিএনপির সাধারণ মো. সাইফুল ইসলাম, বাঘা উপজেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলী, জাতীয় পাটির বাঘা উপজেলা সভাপতি মো. মহিদুল ইসলাম।
লিফলেট বিতরণ
ম ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে শান্তিশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সাধারণ জনগণের মধ্যে লিফলেট বিতরণ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন মোড়ে মোড়ে এ লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণকালে শিক্ষার্থীরা বলেন, বহু রক্তের বিনিময়ে দেশের এই অর্জিত স্বাধীনতা যেন সব মানুষ সমানভাবে ফিরে পায়, এ জন্য সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। লিফলেট বিতরণের সময় ছিলেন সাধারণ শিক্ষার্থীদের স্থানীয় সমন্বয়কারী বিশাল ইসলাম, শিহাব হিমু, সুলভ, উৎপল ও রাব্বীসহ অন্যান্য শিক্ষার্থীরা।
মতবিনিময় সভা
ম সুজানগর (পাবনা) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা ও পৌর শাখার আয়োজনে, উপজেলার সনাতন ধর্মাবলম্বী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পাবনার সুজানগর উপজেলা পরিষদের হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান। উপজেলা জামায়াতের আমির অধ্যাপক কে এম হেসাব উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি টুটুল হোসাইন বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান। আরও বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমির অধ্যাপক ফারুক ই আজম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুবোধ কুমার নটো, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রনজিৎ রায়। দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি এম মনিরুজ্জামান, দৈনিক যুগান্তরের প্রতিনিধি আব্দুল আলীম রিপন, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী জয়ন্ত কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক বিদু্যৎ কুমার রায়।
সমাবেশ অনুষ্ঠিত
ম গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বাধন, সাধন, ওমর ফারুক, তামিম মিয়া, মোহতাকিস, অয়নসহ সমন্বয়ক সোহান সুমন, ফারহান, রাশেদ, সিফাত শেখসহ অন্যান্য নেতারা। এসময় বক্তারা বলেন, আমরা কোনো সন্ত্রাস, সাম্প্র্রদায়িকতা এবং বিভিন্ন স্থানে যে লুটপাট করা হচ্ছে তা সমর্থন করি না। যারা এ ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছেন, ছাত্ররা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।
দোয়া অনুষ্ঠিত
ম বিরল (দিনাজপুর) প্রতিনিধি
বিরলে মহান আলস্নাহ পাকের নিকট শুকরিয়া আদায় করে ২ রাকাত নফল নামাজ আদায় করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রম্নত সুস্থতা ও দেশের মঙ্গল কামনা করে দোয়া খায়ের অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপুরে বিরল ফুটবল খেলার মাঠে নামাজ ও দোয়া পরিচালনা করেন জামায়াতে ইসলামী বাংলাদেশের বিরল উপজেলা শাখার আমির হাফেজ মাওলানা মো. আব্দুর রশিদ। এর পূর্বে বক্তব্য রাখেন সেক্রেটারি মো. আজমির হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মো. নাজমুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরল উপজেলা সমন্বয়ক মো. রেজওয়ানুল ইসলাম ও হাবিব।
জানাজা অনুষ্ঠিত
ম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে দেশের সব শহীদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিরামপুর পাইলট স্কুল মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গায়েবানা জানাজায় বক্তব্য রাখেন ঢাকা তিতুমীর কলেজের শিক্ষার্থী মো. রিয়াদ হোসেন, বিইউবিটি'র শিক্ষার্থী সাহিদ হাসান, জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী জুনাইদ, বিরামপুর সরকারি কলেজের শিক্ষার্থী আবাবিল শেখ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, বিএনপি নেতা ১নং মুকূন্দপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দিনাজপুর জেলা (দক্ষিণ) ছাত্র শিবিরের সভাপতি কাইয়ুম, প্রকাশনা সম্পাদক আবুল কালাম, উপজেলা সভাপতি আ. কাইয়ুম।
বিক্ষোভ মিছিল
ম বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় বাংলাদেশ জামায়াতে ইসলামের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বাঘা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মঙ্গলবার জামায়াতের নেতারা বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ঐতিহাসিক তেঁতুল তলায় হাজির হয়। বর্তমান পরিস্থিতি তুলে ধরে জামায়াতের নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন- বাঘা থানা জামায়াতের সাবেক আমির মাওলানা জিন্নাত আলী, জামায়াত নেতা মো. আব্দুল লতিবসহ জামায়াতে ইসলাম ও ইসলামী শিবিরের বিভিন্ন স্তরের নেতারা।
মতবিনিময় সভা
ম বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে সাংবাদিকের সঙ্গে বিএনপি নেতা ফজলে হুদা বাবুল মতবিনিময় করেছেন। বুধবার বেলা ১১টায় বদলগাছী সদরে তার নিজ বাসায় মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় ছিলেন প্রেস ক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা, সাধারণ সম্পাদক হাফিজার রহমান, বদলগাছী প্রেস ক্লাবের সভাপতি শহিদুল ইসলাম দবির, সাংবাদিক আবু সাইদ, এমদাদুল হক দুলু, হাসানুজ্জামান, আবু রায়হান লিটন, ফেরদৌস হোসেন, আবু জর গিফফারী, আব্দুল কাদের, রুবেল হোসেন, শহিদুল ইসলাম, সৈকত হোসেন, প্রমুখ। এসময় বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল বলেন, বদলগাছীতে কোন দুর্নীতিবাজকে স্থান দেওয়া হবে না। কারণ বড় দুর্নীতিবাজ দেশ ছেড়ে পালিয়েছে। তিনি আরও বলেন, বদলগাছীতে কোনো দুর্নীতি আমি করব না এবং কাউকে করতে দেওয়া হবে না বলে তিনি সাংবাদিকদের আশ্বাস প্রদান করেন।
\হ
পরিচ্ছন্নতা কর্মসূচি
ম ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা বিক্ষোভকারীদের ভাঙচুরের এবং অন্যান্য আবর্জনা পরিষ্কার কর্মসূচি পালন করেছেন। বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা ভূঞাপুর উপজেলা পরিষদের ভাঙচুরকৃত কাঁচ ভাঙা, গাড়ি ভাঙা গাছপালা পরিষ্কার করে রাস্তাঘাট ও শহরের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনে। পরিষ্কার কর্মসূচিতে নেতৃত্ব দেন, রিজন, আলিফ, সিফাত, তপু, হযরত, রাব্বি, মিরাজ, তামিম, সজীব, সানি, সাইফ, শাহীন, জিহাদ, বাপ্পি, কায়েস, সুজন, বাবু, প্রান্ত, মহসিন প্রমুখ।
বিজয় মিছিল
ম শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
'হিন্দু মুসলিম ভাই ভাই তাদের কোনো ভয় নাই' এই স্স্নোগানকে সামনে রেখে শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাফিজুল ইসলাম খানের নেতৃত্বে এক বিজয় মিছিলের আয়োজন করা হয়। এসময় মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীনগর শপিং কমপেস্নক্সের সামনে এসে এক পথসভার আয়োজন করে। এ সময় অন্যান্যদের মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফ হোসেন মিলন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরুল ইসলাম পার্থ, উপজেলা যুবদলের সদস্য সচিব মামুনুর রশিদ, উপজেলা স্বচ্ছাসেবক দলের সহ-সভাপতি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি, সদস্য সচিব রজিন খান, সাধারণ সম্পাদক, শ্রীনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির, শ্রীনগর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. শাহ আলম।
সমন্বয় সভা
ম পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি
দেশের চলমান পরিস্থিতিতে পত্নীতলা উপজেলায় শান্তিশৃঙ্খলা সমুন্নত রাখতে সর্বদলের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলা নির্বাহী অফিসার পপি খাতুনের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে এসময় ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মাহমুদ, বিএনপির সাবেক সাংসদ সামসুজ্জোহা খান, ডা. আবু ওবায়দা, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপির আব্দুল হামিদ, ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জামায়াতে ইসলামীর হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টি সভাপতি আজিজার রহমান, সাধারণ সম্পাদক আজগর আলী, পত্নীতলা প্রেস ক্লাব সভাপতি আলহাজ বুলবুল চৌধুরীসহ বিএনপি, জাতীয় পার্টি, জামায়াতে ইসলামীর অন্যান্য নেত্রী, সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিকরা।