শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

দর্শনা-বেনাপোল সীমান্তে আটক রাসিক সিটির কাউন্সিলর ও সন্দেহভাজন ছাত্রলীগ নেতা

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
  ০৮ আগস্ট ২০২৪, ০০:০০
দর্শনা-বেনাপোল সীমান্তে আটক রাসিক সিটির কাউন্সিলর ও সন্দেহভাজন ছাত্রলীগ নেতা

চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে পলায়নের সময় রাজশাহী সিটি কর্পোরেশন ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ দুইজনকে আটক করেছে বিজিবি। বুধবার দুপুরে কাউন্সিলর রজব আলী (৫০) ও নাজমুল হক (৩৪) বৈধপথে দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধীনস্থ দর্শনা আইসিপিতে কর্তব্যরত বিজিবির হাতে আটক হয়েছেন। চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বেনাপোল প্রতিনিধি জানান, বেনাপোল চেকপোষ্ট দিয়ে ভারত যাওয়ার সময় ঢাকা জেলার নবাবগঞ্জ থানার সাবেক ছাত্রলীগ সভাপতি সজিব হালদারকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। সে ভারতে চিকিৎসার জন্য বেনাপোল হয়ে যাওয়ার জন্য এসেছিল। বেনাপোল ইমিগ্রেশনে প্রবেশের আগে বিজিবি জিজ্ঞাসাবাদে তাকে প্রাথমিক সন্দেহবশত আটক করা হয়েছে বলে জানা গেছে। বুধবার বেলা সাড়ে ১১টার সময় তাকে আটক করা হয়।

আটককৃত সজিব হালদার ঢাকা জেলার নবাবগঞ্জ থানার বান্দুরা ই্‌উনিয়নের নতুন বান্দুরা গ্রামে সুনিল হালদার এর ছেলে।

বেনাপোল চেকপোষ্ট বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান, আটককৃত সজিবকে সন্দেহ বশত আটক করা হয়েছে সে কোন নাশকতার সাথে জড়িত কিনা। তার সম্পর্কে যাচাই বাছাই করে দেখার জন্য তাকে বেনাপোল কোম্পানি সদর ক্যাম্পে রাখা হয়েছে। যাচাই বাছাই শেষে যদি সে নির্দোষ হয় তাকে ৪৯ বিজিবির অধিনায়ক এর সাথে আলাপ করে ছেড়ে দেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে