ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, দেশের চলমান পরিস্থিতিতে চট্টগ্রামের ফটিকছড়িতে সংখ্যালঘুদের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় পাহারায় নেমেছেন বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার চট্টগ্রাম উত্তর জেলা যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীরের নেতৃত্বে উপজেলার ফটিকছড়ি ও ভূজপুর থানাধীন বিভিন্ন মন্দিরে নেতাকর্মীরা পাহারায় দিচ্ছেন।
সরোয়ার আলমগীর উপজেলার সুয়াবিল বারমাসিয়া শ্যামা কালীবাড়ি মন্দির ও পাইন্দংয়ে মন্দির পরিদর্শনে যান। এ সময় মন্দির ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মোবারক হোসেন কাঞ্চন, আহমেদ হোসেন তালুকদার, নাজিম উদ্দিন শাহীন, ফটিকছড়ি পৌরসভা সদস্য সচিব আবুল কালাম আজাদ, আবু আজম তালুকদার, মনছুর আলম চৌধুরী, আজম খান, জয়নাল আবেদীন, এসএম মনছুর আলম, মিয়া মোশরাফুল আনোয়ার, কৃষক দলের সম্পাদক নুরুল হুদা, শ্রমিক দল নেতা দৌলত মিয়া, সাহাবুদ্দিন, ওমর ফারুক মানিক, মোজাহারুল ইকবাল লাভলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিন উদ্দীন, এম এ মাহফুজ, রক্সি ঘোষ, ওসমান, টিপু, মিল্টন দে ছোটন, মাস্টার বাবলা কুমার দে, মাস্টার পার্থ ঘোষ প্রমুখ।
নেত্রকোনার পূর্বধলায় হামলা, ভাঙচুরসহ যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সনাতন ধর্মাবলম্বীদের মন্দিরে পাহারা দিচ্ছেন শিক্ষার্থীরা।
শেখ হাসিনা সরকারের পতনের পর দুর্বৃত্তরা সারাদেশে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর, চালাচ্ছে এমন খবরে শান্তি-সম্প্রীতি রক্ষায় সনাতন ধর্মবলম্বীদের মন্দির, জানমাল রক্ষায় সতর্ক অবস্থানে আছে, উপজেলার শিক্ষার্থী, বিএনপি ও জামায়াত-শিবিরের লোকজন। শিক্ষার্থীরা জোটবদ্ধ হয়ে পাহারা দিচ্ছেন এলাকার বিভিন্ন মন্দির এবং সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন তাদের।
মঙ্গলবার সকালে উপজেলার রাজধলা বিলের উত্তর পাড়ের হাটধলা গ্রামে নির্মিত লোকনাথ মন্দিরে হামলা হতে পারে এমন খবর জানাজানি হলে শিক্ষার্থী ইমন, নাজমুল, মাহফুজ, রেদোয়ান, আলমগীর, রাশেদ, অজিত, সাগর, রাব্বি, হিরা, মিঠুনের নেতৃত্বে একটি দল মন্দিরে ছুটে যান মন্দির পাহারা দিতে।
শিক্ষার্থীরা জানান, 'সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরে সেখানে যাতে কোনো ধরনের হামলা বা অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সে জন্য সবাই মিলে পাহারা দিচ্ছি।'