শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

ডোমারে তিন শিক্ষকের বিচার দাবি বৈষম্যবিরোধী ছাত্রদের

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  ০৮ আগস্ট ২০২৪, ০০:০০
ডোমারে তিন শিক্ষকের বিচার দাবি বৈষম্যবিরোধী ছাত্রদের

নীলফামারীর ডোমারে একটি স্কুলের তিন শিক্ষকের শাস্তি ও বিচার দাবি করেছে বৈষম্যবিরোধী ছাত্ররা। উপজেলার ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন ও সহকারী শিক্ষক জাবেদুল ইসলাম সানবীমের শাস্তি এবং বিচার দাবি করা হয়।

জানা গেছে গত মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্ররা স্থানীয় শহীদ মিনারে বিজয় সমাবেশ করার এক পর্যায়ে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম বক্তব্য দেওয়ার চেষ্টা করেন। তখন ছাত্ররা 'ভুয়া ভুয়া' বলে সেস্নাগান দেয়। ছাত্রদের প্রতিবাদের মুখে তিনি বক্তব্য দিতে পারেননি। এ সময় ওই বিদ্যালয়ের অপর দুই শিক্ষকের বিরুদ্ধেও বিভিন্ন সেস্নাগান দেয় এবং বিদ্যালয়ের অনেক জায়গায় তাদের দালাল আখ্যা দিয়ে 'দালাল মুক্ত শিক্ষাঙ্গন চাই' বিভিন্ন সেস্নাগান লিখে দেয় ছাত্ররা।

সহকারী প্রধান শিক্ষক রুহুল আমিন বিগত সময়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জাবেদুল ইসলাম সানবিম উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ছিলেন।

প্রধান শিক্ষক রবিউল আলম জানান, 'আমাকে এক ছাত্র তাদের সমাবেশে ডেকে নিয়ে যায়। আমি বক্তব্য রাখার সময় শিক্ষার্থীরা ''ভুয়া ভুয়া'' বলে সেস্নাগান দেয়। আমি সেখান থেকে ফিরে আসি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে