সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক
প্রকাশ | ০৭ আগস্ট ২০২৪, ০০:০০
যাযাদি রিপোর্ট
শেখ হাসিনা সরকারের পতনের পর অবশেষে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে দেওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। মঙ্গলবার অর্থনীতি-বিষয়ক সাংবাদিকদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, কিছুদিনের জন্য প্রবেশে কিছুটা বিধিনিষেধ থাকলেও এখন আর প্রবেশে সমস্যা নেই। দেশের অর্থনৈতিক ক্ষতি হয় এমন সংবাদ আপনারা করবেন না বলে আশা করি। তবে যেটা দেশের জন্য উপকার সেই নিউজ আপনারা অবশ্যই করবেন।
তিনি আরও বলেন, 'আমরা নতুন গভমেন্টের জন্য অপেক্ষা করছি। কিছু সীমাবদ্ধতা করার কারণে আমরা বিভিন্ন অনিয়মের তথ্য প্রকাশ করতে পারিনি। তবে এখন আমরা সবই তুলে ধরব। আপনাদের আসা লাগবে না, আমরা আপনাদের কাছে পৌঁছে দেব।'
বৈঠকে অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি মোহাম্মদ রেফায়েত উলস্নাহ মীরধা ও সাধারণ সম্পাদক আবুল কাশেমসহ ইআরএফ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত মার্চ মাসে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা দেয় নিয়ন্ত্রক সংস্থাটি। ফলে সাংবাদিকরা আগের মতো কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ করতে পারছিলেন না। এ নিয়ে সাংবাদিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। ফলে বিক্ষুব্ধ সাংবাদিকরা একাধিকবার বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নেন।