বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

শেখ হাসিনাকে দেশে পাঠানোর দাবি বিএনপির খোকনের

যাযাদি রিপোর্ট
  ০৭ আগস্ট ২০২৪, ০০:০০
মঙ্গলবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন -সংগৃহীত

বন্দিবিনিময় চুক্তির আওতায় দেশত্যাগী শেখ হাসিনা ও শেখ রেহানাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন। মঙ্গলবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান।

আইনজীবী খোকন বলেন, 'ভারতের সঙ্গে বন্দিবিনিময় চুক্তি আছে। অনতিবিলম্বে হাসিনা ও তার বোনকে বাংলাদেশে প্রেরণ করুন। বিচারের আওতায় আনতে হবে।'

সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশন ও হাইকোর্ট ডিভিশনের যেসব বিচারক আইনজীবীদের বিচার করেছেন, তাদের পদত্যাগ করার আহ্বান জানিয়ে বলেন, 'নইলে তাদের মুখোশ উন্মোচন করতে বাধ্য হব।'

সংবিধানের অনুচ্ছেদ ৭-এ এবং ৭-বি অধ্যাদেশ করে বাতিল করতে তিনি রাষ্ট্রপতির কাছে অনুরোধ করেন এবং তাহলে অন্তর্র্বর্তীকালীন সরকারের পথ সুগম হবে বলে তিনি মনে করেন।

এই আইনজীবী নেতা বলেন, 'কিছু কানাঘুষা আছে, বাংলাদেশে জরুরি অবস্থা জারির জন্য। বাংলাদেশের মানুষ কেউ জরুরি অবস্থা চায় না। আমরা চাই না যে, নতুন করে মইনুদ্দিন, ফখরুদ্দিন আহমেদের সরকার বাংলাদেশে আসুক। ছাত্র-জনতা আইনজীবী কেউ চায় না।'

শামসুদ্দিন আহমেদ মানিককে ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করে তিনি তার সনদ বাতিলের আহ্বান জানান।

এম এম মাহবুব উদ্দিন খোকন অ্যাটর্নি জেনারেল অফিসের সব কর্মকর্তাকে পরিবর্তন এবং জেলা আদালতের সব পিপি-এপিপিকে দুই সপ্তাহের মধ্যে অপসারণের দাবি জানান।

হাইকোর্ট ও আপিল বিভাগে খালেদা জিয়া এবং তারেক রহমানের সাজা রাষ্ট্রপতির নির্বাহী আদেশে বাতিল করার দাবি জানান তিনি। তিনি সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা প্রণয়নের দাবিও জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে