সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৭ আগস্ট ২০২৪, ০০:০০

প্রতিনিধি
আলোচনা সভা ম ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি দীর্ঘ ১০ বছর পর দলের উপজেলা অফিস খুলেছে ভোলাহাট উপজেলা জামায়াতে ইসলামী। গণঅভু্যত্থানে শেখ হাসিনা ও তার সরকারের পতনের পর মঙ্গলবার সকাল ১০টার দিকে নেতাকর্মীরা মেডিকেল মোড় দলীয় অফিসে যান। এরপর জামায়াত- শিবিরের নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মীরা উপজেলা নির্বাহী অফিসার তাহমিদা আক্তার ও ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) সুমন কুমারের সঙ্গে সাক্ষাৎ করে আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে কথা বলেন জামায়াত-শিবিরের নেতারা। এ সময় ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার কর্মপরিষদ সদস্য গোলাম কবির গোলাপ, উপজেলা আমির মাও. শামসুজ্জামান আলকাশ, সেক্রেটারি আনুয়োরুল ইসলাম, নায়েবে আমির মো. তৌহিদুল ইসলাম, সদর ইউনিয়ন আমির তাজ্জামুল হক, দলদলী ইউনিয়ন আমির মাও. মো. আমিনুল ইসলাম, জামবাড়িয়া ইউনিয়ন আমির আব্দুল বাশির, ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. মোক্তারুল আসলাম, সেক্রেটারি মো. সালাউদ্দিন আহম্মেদ। কমিটি গঠন ম সাপাহার (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর সাপাহার প্রেস ক্লাবের ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সাপাহার প্রেস ক্লাবে সিনিয়র সাংবাদিক তছলিম উদ্দীনের সভাপতিত্বে ক্লাবের পূর্বের কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম মানিক ও সহ-সভাপতি আ. রহিমের সীমাহীন অনিয়ম ও দুর্নীতির কারণে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে ক্লাবের সিনিয়র সদস্য মনোয়ারুল ইসলাম, সিনিয়র সাংবাদিক তছলিম উদ্দীন ও সিনিয়র সাংবাদিক বাবুল আকতারকে আহ্বায়ক করে অস্থায়ী কমিটি গঠন করা হয়। এ সময় ছিলেন সিনিয়র সাংবাদিক মফিজ উদ্দীন, ইব্রাহিম খলিল, কামরুল ইসলাম, সাপাহার প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক গোলাপ খন্দকার, সাপাহার প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল চৌধুরী রানা, সাংবাদিক প্রদীপ সাহা, সাংবাদিক শরিফ তালুকদার, সাংবাদিক কামরুল ইসলাম, সাংবাদিক নয়ন বাবু, সাংবাদিক তোফায়েল আহমেদ, সাংবাদিক সেলিম রেজা ও সাংবাদিক নিলুফার ইয়াসমিন কণা। পথসভা অনুষ্ঠিত ম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি খুলনার পাইকগাছায় উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শেখ হাসিনা সরকারের পতন ও গণতন্ত্র পুনরুদ্ধার হওয়ায় আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পাইকগাছা কপোতাক্ষ মার্কেট চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আসলাম পারভেজ। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম এনামুল হক। বক্তব্য রাখেন এসএম ইমদাদুল হক, বিএনপি নেতা কামাল আহমেদ সেলিম নেওয়াজ, যুবদলের উপজেলা আহ্বায়ক অহিদুজ্জামান মুকুল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাজ্জাদ আহম্মেদ মানিক, সম্পাদক ইমরান সরদার, সাইফুল তারিক। এ সময় প্রধান অতিথি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌম রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর জুলুম বা ধর্মীয় উপশানালয় ভাঙচুর, কারও বাড়িতে হামলা, ভাঙচুর বা অগ্নিসংযোগ করা যাবে না। কেউ এমন ঘটনা ঘটালে দল দায়ভার নিবে না। এছাড়াও তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সহনশীল হয়ে সকলের পাশে থাকার আহ্বান জানান। সভা অনুষ্ঠিত ম সালথা (ফরিদপুর) প্রতিনিধি বিজয় উলস্নাসে ফরিদপুরের সালথায় বিএনপির সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা বিএনপির আয়োজনে বাইপাস সড়কে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় এ সময় ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহ-সভাপতি ডা. মো. এজাজ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীন, গট্টি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. বিলস্নাল মাতুব্বর, বিএনপি নেতা হাসেম মোল্যা, যুবদল নেতা এনায়েত হোসেন, ইসরাইল হোসেন, কালাম বিশ্বাস, বালাম হোসেন, ছাত্রদল নেতা, মো. সাইফুল ইসলাম, মো. রাজ মোলস্না প্রমুখ। এছাড়াও বিএনপি ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, 'আমরা সকলেই মিলে সচেতন ও সাংগঠনিকভাবে কাজ করব। আমরা দল কি জিনিস সেটা সবাইকে বুঝিয়ে দিব। আমরা নম্র, ভদ্র, শান্তি ও শৃঙ্খলা ভাবে দল পরিচালনা করব। সবার প্রতি অনুরোধ রাখবো দেশের অসহায় খ্রিষ্টান মুসলিম বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর মন্দিরে কোনো প্রকার হামলা হতে দেওয়া যাবে না। আমার যার যার অবস্থান থেকে তাদের জানমাল রক্ষা করব।' শোকরানা মিছিল ম বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার বারহাট্টায় জামায়াতে ইসলামীর শোকরানা মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে বারহাট্টা উপজেলা শাখা জামায়াতে ইসলামীর উদ্যোগে সকাল থেকে উপজেলার বিভিন্ন জায়গা থেকে দলে দলে লোকজন এসে আসমা ব্রিজে এসে জমায়েত হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শান্তিপূর্ণভাবে আসমা ব্রিজে এসে শেষ হয়। মিছিলকারীরা নানা ধরনের সেস্নাগান দিতে থাকে। জামায়াত-শিবির জনতা, ঘরে তুল একতা, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার। এ সময় বক্তব্য রাখেন উপজেলা শাখার জামায়াতে ইসলামীর আমির ডা. নাজমুল হক, সাধারণ সম্পাদক মো. আব্দুল বাছির, জামায়াতে ইসলামীর সদস্য প্রসেফর জিয়াউর রহমান, বদরুল আমীন। সমাবেশ অনুষ্ঠিত ম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি কিশোগঞ্জের ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড়ে উপজেলা বিএনপির পক্ষ থেকে একটি সমাবেশ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজি শাহিন, সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ নেতারা বক্তব্য রাখেন। বক্তারা দলীয় নেতাকর্মীকে শান্ত থাকাসহ মানুষের জানমাল রক্ষার জন্য আহ্বান জানান। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে পাদদেশে সমাবেশ করে। সোমবার শহরের বিভিন্ন স্থানে ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িঘরে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা করেন। এ ছাড়া আন্দোলনকারীরা সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন উপাসনালয়ে প্রহরার ব্যবস্থা করেন। থানা পরিদর্শন ম বুড়িচং (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্না-৫ বুড়িচং ব্রাহ্মণপাড়ার বিভিন্ন এলাকার মন্দির এবং দুই উপজেলার থানা পরিদর্শন করেন কুমিলস্না দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। মঙ্গলবার সকাল থেকে সারাদিন বিভিন্ন মন্দির ও থানা পরিদর্শন করেন তিনি। এ সময় কুমিলস্না দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন বলেন, দলের হাইকমান্ড থেকে বলা হয়েছে দেশের সব মন্দির এবং থানাসহ প্রশাসনিক স্থাপনা পাহারা দেওয়ার জন্য। কোনো দুর্বৃত্ত যেন কোথাও ভাঙচুর এবং হামলা করতে না পারে সেদিকে সবাই সজাগ থাকবেন। আমি সারাদিন দুই উপজেলার বিভিন্ন এলাকায় মন্দির পরিদর্শন করেছি এবং থানার ওসিদের সঙ্গে কথা বলেছি। তাদের সর্বাত্মক নিরাপত্তা আমরা দেব। এ সময় ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, বুড়িচং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, বুড়িচং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. বাবুল, বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ তুহিন, বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউছার সবুজ, সদস্য সচিব দেলোয়ার হোসেন দোলন, বুড়িচং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিয়া মোহাম্মদ সোহাগ পারভেজ, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ভূইয়া, বুড়িচং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্য সচিব আব্দুল আলিম, বুড়িচং উপজেলা ছাত্রদলে সভাপতি স্বপন আহমেদ পাখি, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ। শোভাযাত্রা ম গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি নাটোরের গুরুদাসপুরে পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র মশিউর রহমান বাবলুকে বরণ শেষে মোটর সাইকেল শোভাযাত্রা করেছে উপজেলা-পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন। মঙ্গলবার সকাল ১০টায় কাছিকাটা টোলপস্নাজায় তাকে ফুল দিয়ে বরণ শেষে ওই মোটর সাইকেল শোভাযাত্রা করা হয়। আয়োজক সূত্র জানায়, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশ থেকে পলায়নের পর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উচ্ছ্বসিত। এরই মধ্যে দেশনেত্রী খালেদা জিয়া মুক্তি ও তারেক রহমানের দেশে ফেরার বার্তা এসেছে। এই শুভক্ষণে গুরুদাসপুরের জননন্দিত নেতা ও পৌর বিএনপির সভাপতি মশিউর রহমান নেতাকর্মীদের মধ্যে ফিরে আসায় তারা উজ্জীবিত হয়ে তাকে বরণ করতে ওই আয়োজন করেছে। কাছিকাটা টোলপস্নাজায় মশিউর রহমান বাবলুকে বরণ শেষে মোটর সাইকেল শোভাযাত্রাটি নয়াবাজার গুরুদাসপুর হয়ে চাঁচকৈড় বাজার প্রদক্ষিণ শেষে তার বাসভবনে এসে শেষ হয়। শোভাযাত্রায় অন্তত পাঁচ শতাধিক মোটর সাইকেল অংশ নেয়। এসময় ছিলেন বিএনপি নেতা সুফি সাইদ, কাউন্সিলর সামসুর রহমান, জাহিদ মোলস্না, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সোনার, বিয়াঘাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জিলস্নুর রহমান, ব্যবসায়ী জাহিদুল ইসলাম, যুবনেতা সেলিম শাহ, আব্দুল মালেক ভুলুসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী।