খুলছে অফিস, আটঘরিয়ায় স্বাভাবিক হচ্ছে সবকিছু

প্রকাশ | ০৭ আগস্ট ২০২৪, ০০:০০

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর সেনাবাহিনী দায়িত্ব গ্রহণের পর গত সোমবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান। তাদের ভাষণ ও আহ্বানে সাড়া দিয়ে মঙ্গলবার থেকে পবনার আটঘরিয়ার সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে। খুলতে শুরু করেছে এখানকার সরকারি-বেসরকারি অফিস-আদালত। ইতোমধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা গাঢাকা দিয়ে চলছেন। জনজীবনও স্বাভাবিক হচ্ছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সোমবার বিকালে আটঘরিয়ায় ছাত্র-জনতা ও বিএনপি, জামায়াত, শিবির নেতাকর্মী এবং সমর্থকরা আনন্দ মিছিল করতে রাস্তায় নেমে পড়েন। অতি উৎসাহীরা আটঘরিয়ার বিভিন্ন আওয়ামী লীগের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ এবং মিষ্টি বিতরণ করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগের কাউকে দেখা যায়নি। মিছিলকারীরা আটঘরিয়া, দেবোত্তর বাজার, একদন্তসহ বিভিন্ন এলাকায় নানা স্স্নোগান দিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করেন। এমনকি আটঘরিয়া মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মু্যরাল ভেঙে ফেলেছে। মিছিলকারীরা মিষ্টি বিতরণ করেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে স্স্নোগান বিয়ে শেখ হাসিনা ও আওয়ামী লীগ বিরোধী বক্তব্য রাখে।