ফটিকছড়িতে বঙ্গবন্ধু চত্বরকে শহীদ আবু সাঈদ চত্বর ঘোষণা

প্রকাশ | ০৭ আগস্ট ২০২৪, ০০:০০

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
শেখ হাসিনা পদত্যাগের পর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা পরিষদের শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতির ওপর নিহত আবু সাঈদের ছবি লাগিয়েছে ছাত্র-জনতা। বর্তমানে এর নাম রাখা হয়েছে শহীদ আবু সাঈদ চত্বর। মঙ্গলবার সকালে এ চত্বরের নাম শহীদ আবু সাঈদ চত্বর রাখা হয়। বৈষম্যবিরোধী তারুণ্য মঞ্চের সমন্বয়ক ইঞ্জিনিয়ার ইমামুল হকের নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ইমাম হোসেন, ছাত্রনেতা মুন্না, নজরুল, আজম প্রমুখ। এ সময় ইঞ্জিনিয়ার ইমামুল হক বলেন, 'বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের স্মরণে ফটিকছড়ি উপজেলা পরিষদে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিটিকে দ্বিতীয় স্বাধীনতার বীর যোদ্ধা শহীদ আবু সাঈদ চত্বর ঘোষণা দেওয়া হলো। এর মাধ্যমে আমরা এ আন্দোলনে সকল শহীদকে স্মরণ ও শ্রদ্ধা জানাচ্ছি।' এটাকে স্থায়ীভাবে রূপ দেওয়া হবে। আবু সাঈদসহ সকল শহীদের রক্তের মূল্যায়ন হবে সবাই মিলে দেশটাকে সততা, ন্যায়নীতি ও দেশপ্রেমের মাধ্যমে গড়ে তুলতে পারলে।'