আন্দোলনে নিহতদের স্মরণে শ্রীপুরে বিএনপির দোয়া ও শান্তি মিছিল

প্রকাশ | ০৭ আগস্ট ২০২৪, ০০:০০

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
কোটা বৈষম্য আন্দোলনে নিহতদের স্মরণে গাজীপুরের শ্রীপুরে দোয়া ও শান্তি মিছিল করেছে বিএনপি। মঙ্গলবার বেলা ১১টার দিকে পৌর এলাকার শ্রীপুর চৌরাস্তার টেংরা রাস্তার মোড়ে এই দোয়ার আয়োজন করা হয়। এরপর দেশের শান্তিশৃঙ্খলা বজায় রাখার প্রতিজ্ঞা করে একটি মিছিল বের হয়। মিছিলটি শ্রীপুর চৌরাস্তা হয়ে মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হয়েছে। এতে প্রায় দুই হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি পীরজাদা রুহুল আমিন, সাবেক সভাপতি সিরাজ উদ্দিন কাইয়া, সাংগঠনিক সম্পাদক মোসলেহ উদ্দিন মৃধা, পৌর বিএনপির সভাপতি শেখ মারুফ আহমেদ, সাধারণ সম্পাদক বিলস্নাল হোসেন বেপারি, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান খান টিটু, পৌর বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন প্রধান, জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক শরীফ সিদ্দিকী, পৌর বিএনপির সহ-সভাপতি বিলস্নাল হোসেন, সাইফুল ইসলাম মোলস্না, পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান, যুগ্ম আহ্বায়ক সেলিম আহমেদ, জেলা যুবদলের সদস্যসচিব আনোয়ার হোসেন বেপারি, উপজেলা স্বাস্থ্য-বিষয়ক সম্পাদক আকতার হোসেন আকন্দ, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাসেল সরকার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম সরকার প্রমুখ। এ সময় কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, 'দেশের মানুষ স্বৈরাচারমুক্ত দেশ চেয়েছিল। অনেকগুলো জীবনের বিনিময় সেটা অর্জন করতে হয়েছে। এতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি। পাশাপাশি দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব আমার, আপনার সবার। কোনো বিশৃঙ্খলা যাতে না হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা সংঘাত চাই না, শান্তি চাই। সবাই মিলেমিশে একটি শান্তিপূর্ণ দেশ গড়তে চাই।'