ঠাকুরগাঁওয়ে বিএনপি-আ'লীগ অফিসে অগ্নিসংযোগ আহত অর্ধশতাধিক

প্রকাশ | ০৬ আগস্ট ২০২৪, ০০:০০

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ে জেলা আওয়ামী লীগ অফিস ও বিএনপি অফিস ভাংচুর করে আন্দোলনকারীরা। আন্দোলনকারী ও পুলিশের সংঘর্ষে জেলা প্রশাসক কার্যালয়, জেলা জর্জ কোর্ট চত্বর, চিফ জুডিশিয়াল ও অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের এজলাসসহ বেশ কয়েকটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে গত রোববার ছাত্র-জনতার মিছিলে উত্তাল ছিল ঠাকুরগাঁও শহর, পীরগঞ্জসহ পুরো জেলা। এক পর্যায়ে পূর্ব ঘোষিত শোক কর্মসূচিতে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ রাস্তায় নামলে শান্তপূর্ণ মিছিলটিতে উত্তেজনা দেখা দেয়। আন্দোলনকারীরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট, টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। আহত হয়েছে আন্দোলনকারী, পুলিশসহ সংবাদকর্মীরা। আন্দোলনকারীদের মিছিলটি শহরের বিভিন্ন স্থানে ভাংচুর করতে করতে এগিয়ে যায় বাসস্ট্যান্ড চত্বরে। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহর চৌরাস্তায় আসামাত্র জেলা আওয়ামী লীগের অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। ঠাকুরগাঁওয়ে আ.লীগের পার্টি অফিসে আগুন, ডিসি কার্যালয় ভাঙচুর। আন্দোলনকারীদের মধ্যে অর্ধশতাধিকের বেশি বলে দাবি তাদের।