জঙ্গি হামলা হচ্ছে ঘরে ফিরুন : সরকারি প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশ | ০৫ আগস্ট ২০২৪, ০০:০০
যাযাদি ডেস্ক
সরকার পতনের 'এক দফা' দাবিতে অসহযোগ আন্দোলনের মধ্যে বিভিন্ন জায়গায় 'জঙ্গি হামলা' হচ্ছে জানিয়ে সতর্ক করেছে সরকার। রোববার সংঘাতে মানুষের প্রাণহানির মধ্যে এক 'সরকারি প্রেস বিজ্ঞপ্তিতে' এ কথা জানানো হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে বিজ্ঞপ্তিটি পাঠানো হয়।
এতে বলা হয়, 'ছাত্রছাত্রী ও অভিভাবক সকলকে নিরাপদে ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা হচ্ছে। জঙ্গি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে শেষ পর্যন্ত সরকার পতনের ডাক ও অসহযোগ আন্দোলনের ঘোষণা আসে। অসহযোগে সমর্থন দিয়েছে বিএনপিও। শিক্ষার্থীদের কর্মসূচিতে রাজনৈতিক কর্মীদের অংশগ্রহণও চোখে পড়ার মতো।
রোববার ঘোষণা দিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোও। বিভিন্ন জেলা থেকেই ৯১ জনের মৃতু্যর তথ্য আসছে। প্রতি মুহূর্তেই সংখ্যাটি বাড়ছে।
সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় রোববার সন্ধ্যা ৬টা থেকে সারাদেশে কারফিউ ঘোষণা করেছে সরকার।