বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

  ০৫ আগস্ট ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

সোলার বিতরণ

ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লায়ন্স ক্লাব অব ঢাকা নর্দানের উদ্যোগে উপজেলার গোর্কণ গ্রামে চার শতাধিক অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে খাদ্য সামগ্রী ও দরিদ্র ১৫ জনের মধ্যে সোলার বিতরণ করা হয়েছে। শনিবার সকালে গোর্কণ সৈয়দ ওয়ালী উলস্নাহ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথি গেট এরিয়া লিডার পিডিজি কাজী সাইফুল ইসলাম এসব খাদ্য সামগ্রী ও সোলার লাইট বিতরণ করেন। লায়ন্স ক্লাব অব ঢাকা নর্দানের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ শরীফের সভাপতিত্বে ও সাবেক ব্যাংক কর্মকর্তা সৈয়দ সালাউদ্দিন মুকুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাল্টিপোল জেলা-৩১৫ এ-৩ এর বাংলাদেশের কাউন্সিল চেয়ারপারসন লায়ন ফারহানা বক্স, জেলা গভর্নর লায়ন সামসুল ইসলাম, লায়ন এস. কে বামরুল, লায়ন মো. জাকির হোসেন, লায়ন রিয়াজ বশির, আহমেদ কাজল।

সভা অনুষ্ঠিত

ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি

মেহেরপুরের গাংনী উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ডাক্তার এএসএম নাজমুল হক সাগর। গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক, পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন ও ভাইস চেয়ারম্যান ফারুক হাসান। অন্যদের মধ্যে ছিলেন বিভিন্ন ইউপি চেয়ারম্যান, গাংনী থানার ওসি তাজুল ইসলাম, গাংনী প্রেস ক্লাব সভাপতি তৌহিদ উদ দৌলাসহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

প্রস্তুতিমূলক সভা

ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে নওগাঁর পোরশায় এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব এবং গৃহীত কর্মসূচি ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ আদনান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্‌ মঞ্জুর মোরশেদ চৌধুরী। অন্যদের মধ্যে ছিলেন ভাইস চেয়ারম্যান মাহমুদুল হাসান খোকন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌফিক রেজা, ভেটেরিনারি সার্জন ডা. আব্দুলস্নাহ্‌ আল মামুনসহ কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানরা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

গরু আটক

ম শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসার পথে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রিভারাইন বিজিবি কর্তৃক নয়টি গরু আটক করা হয়েছে। শনিবার ভোর রাতে সুন্দরবনের মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশকালে উপজেলার কৈখালী সস্নুইস গেট এলাকা থেকে এসব গরুগুলো আটক করা হয়। এ সময় চোরাকারবারিরা পালিয়ে যায়। রিভারাইন বিজিবি কৈখালী ক্যাম্পের নায়েক সুবেদার সাহাবুদ্দিন জানান, নিয়মিত টহলের সময় তারা গরুগুলো উপকূল রক্ষা বাঁধের উপরে উঠাতে দেখেন। এ সময় বিজিবি সদস্যরা দ্রম্নত ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় গরুগুলো উদ্ধার করেন। পরে মূল্য নির্ধারণ করে উদ্ধারকৃত গরুগুলো বসন্তপুর কাস্টমস অফিসে জমা করা হয়েছে।

চক্ষু চিকিৎসাসেবা

ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লায়নস ক্লাব অব ঢাকা নর্দানের উদ্যোগে উপজেলার গোর্কণ ইউনিয়নে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে লায়ন্স ক্লাব অব ঢাকা নর্দানের লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা-৩১৫ এ-৩ বাংলাদেশের উদ্যোগে ও লায়ন্স চক্ষু ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের সহযোগিতায় স্থানীয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি এই চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন লায়ন্স ক্লাব অব ঢাকা নর্দানের প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ শরীফ। এ সময় ছিলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল জেলা-৩১৫ এ-৩ এর গেট এরিয়া লিডার পিডিজি কাজী সাইফুল ইসলাম, মাল্টিপোল জেলা-৩১৫ এ-৩ এর বাংলাদেশের কাউন্সিল চেয়ারপারসন লায়ন ফারহানা বক্স, জেলা গভর্নর লায়ন সামসুল ইসলাম।

প্রতিরোধ কমিটির সভা

ম শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশাররফ হোসেন জাকির। সভায় আরও বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোক্তাদির হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল হাসান, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে