বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

সারিয়াকান্দিতে এক রাতে ৬টি ট্রান্সফরমার চুরি

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি
  ০৫ আগস্ট ২০২৪, ০০:০০
সারিয়াকান্দিতে এক রাতে ৬টি ট্রান্সফরমার চুরি

বগুড়ার সারিয়াকান্দিতে এক রাতে সেচপাম্পের ছয়টি ট্রান্সফরমার চুরি হয়েছে। শনিবার উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের কাটাখালী ও রামনগর গ্রামে এ ঘটনা ঘটে। এতে বিদু্যৎ সংকটে প্রায় ৩৫০ বিঘা জমিতে পানি দিতে পারছেন না কৃষক।

এ অবস্থায় ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। এই ঘটনায় সারিয়াকান্দি থানায় পৃথকভাবে দুটি অভিযোগ দিয়েছেন ডিপটিউবওয়েলের মালিক শহিদুল ইসলাম ও চাঁন মিয়া।

ট্রান্সফরমারগুলো কাটাখালী গ্রামের শহিদুল ইসলাম ও রামনগর গ্রামের চাঁদ মিয়ার ফসলি জমি থেকে চুরি হয়ে যায়। এ ট্রান্সফরমারগুলো চুরি হওয়ায় দুই গ্রামের ৪৫০ জন কৃষকের আমনের জমিতে ধান চাষের জন্য সেচের পানি দেওয়া বন্ধ রয়েছে।

সারিয়াকান্দি পলস্নী বিদু্যতের ডিজিএম শফিউদ্দিন আহম্মেদ বলেন, প্রায়ই ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটছে। এ নিয়ে থানায় মামলাও হচ্ছে। গত এক বছরে ২৯টি পলস্নীবিদ তের ট্রান্সফরমার ও বিএডিসির ৯টি ট্রান্সফরমার চুরি হয়েছে।

সারিয়াকান্দি থানার ওসি রবিউল ইসলাম বলেন, 'এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে