বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

'আটঘরিয়ায় কোনো সন্ত্রাস ও নাশকতা ঘটেনি'

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
  ০৫ আগস্ট ২০২৪, ০০:০০
'আটঘরিয়ায় কোনো সন্ত্রাস ও নাশকতা ঘটেনি'

দেশের চলমান সংকটকালে পাবনার আটঘরিয়া উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা নির্বাহী অফিসার নাহারুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতে দেশে ছাত্র আন্দোলন ও নাশকতার ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরে সূচনা বক্তব্য রাখেন সভার সভাপতি। এছাড়া আটঘরিয়া উপজেলায় কোনো বিশৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা না ঘটায় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করে বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা আনসার ভিডিপি অফিসার জেসমিন আরা, আটঘরিয়া সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জহুরুল হক, লক্ষ্ণীপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক, একদন্ত ইউপি চেয়ারম্যান লিয়াকত আলী প্রমুখ।

বক্তারা জানান, ছাত্র আন্দোলন এবং রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে ভাঙচুর-নাশকতা ঘটলেও আটঘরিয়ায় কোনোরকম নাশকতা, ভাঙচুর, অগ্নিকান্ড বা গোলযোগ ঘটেনি।'

সহকারী কমিশনার (ভূমি) শান্তিদা মুস্তারী সম্ভাব্য নাশকতা এড়াতে অফিসের মেইন গেট ভালোভাবে বন্ধ, অফিসের গাড়ি সংরক্ষণ, সিসি ক্যামেরা সচল রাখার পরামর্শ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে