মুক্তাগাছায় আ'লীগ অফিস ও যুবলীগ নেতার বাসায় হামলা

প্রকাশ | ০৫ আগস্ট ২০২৪, ০০:০০

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের মুক্তাগাছায় উপজেলা আওয়ামী লীগের অফিস ও উপজেলা যুবলীগের সভাপতির বাসা এবং ৪নং কুমারগাতা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। এ সময় তারা দুটি বাস ভাংচুর করে। এক পর্যায়ে মিছিল নিয়ে থানার মূল ফটকে গিয়ে বিক্ষোভ করে। এ সময় থানার মূল ফটকে রড লাঠি দিয়ে আঘাত করে। দুপুর তিনটা থেকে ঘন্টা ব্যাপী এ ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারীরা লাঠি-সোটা নিয়ে মিছিল বের করে নতুন বাজার থেকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক হয়ে পলস্নীবিদু্যৎ অফিসের সামনে পর্যন্ত যায়। মিছিল থেকে তারা উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মাহবুবুল আলম মনির বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। পরে তারা পলস্নীবিদু্যতের সামনে গিয়ে উপজেলা আওয়ামী লীগের অফিসে হামলা চালিয়ে ভাংচুর করে। এদিকে থানার গেইটে দাঁড়িয়ে পুলিশকে লক্ষ করে ভুয়া ভুয়া স্স্নোগান দিতে থাকে। এক পর্যায়ে কিছু লোক থানার মূল গেইটে ধাক্কাধাক্কি, লাঠি দিয়ে আঘাত ও ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ ভেতরে সতর্ক অবস্থানে ছিল। এর আগে আন্দোলনকারীরা সকাল থেকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। সকালে দিকে কিছু যানবাহন চলাচল করলেও পরবর্তীতে যানবাহন চলাচল বন্ধ ছিল। এ দিকে বিকালে সত্রাসিয়া বাজারে ৪নং কুমারগাতা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট শেষে আগুন ধরিয়ে দেয় বলে জানান স্থানীয় ইউপি মেম্বার শামীম আহমেদ। এসময় বিট পুলিশ অফিস ও শামীম মেম্বারের চেম্বারেও হামলা চালিয়ে ভাংচুর করে বলেও জানান তিনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস গিয়ে সেখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা গেছে।