হত্যা চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করে নিরাপত্তাহীনতায় ভুগছেন রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকার কয়েকটি পরিবার। এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবারের লোকজন।
রোববার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপেস্নক্সে চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ভুয়া ম্যাজিস্ট্রেট ও চরমপন্থি সদস্য এমদাদুল হক ওরফে এন্দা, তার ভাই রেজাউল করিম ওরফে রেজা ও রেজার ছেলে সোহাগ আলীর অত্যাচার, নিপীড়ন ও নির্যাতদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মামলার বাদী আব্দুল লতিবের পক্ষে লিখিত বক্তব্য পড়ে শোনান সাক্ষী আলমগীর হোসেন।
সংবাদ সম্মেলনে মামলার বাদী আব্দুল লতিব ছাড়াও প্রায় ১৫ থেকে ২০ জন গ্রামবাসী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতারক, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ভুয়া ম্যাজিস্ট্রেট ও চরমপন্থি সদস্য এমদাদুল হক এন্দা ও তার ভাই সন্ত্রাসী রেজাউল করিম রেজা ও রেজার ছেলে চাঁদাবাজ সোহাগ আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের লোকজন।
সংবাদ সম্মেলন শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহিম খলিলের সঙ্গে কথা বলা হলে তিনি জানান, আদালতের আদেশ পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। কিন্তু আসামিরা এলাকা ছেড়ে পালিয়ে থাকায় এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।