বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

ভালুকায় কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ, ভাঙচুর ও আগুন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
  ০৫ আগস্ট ২০২৪, ০০:০০
ভালুকায় কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ, ভাঙচুর ও আগুন

শ্রীপুরের মাওনা থেকে কোটা বিরোধী আন্দোলনকারীরা রোববার দুপুরে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে। এ সময় তারা কয়েকটি কারখানা খোলা না রাখতে বলে এবং (এনভয়, বাদশা, ক্রাউন, স্কয়ায়, রিদিশা কারখানায়) গেইটে ভাংচুর করে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসেও আগুন দেয়। খবর পেয়ে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ তাদের ধাওয়া করে।

হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ জানান, খবর পেয়ে নেতৃবৃন্দ হামলাকারীদের ধাওয়া করে। এ ঘটনায় হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক হানিফ মোহাম্মদ নিপুনসহ বিভিন্ন সংগঠনের আটজন নেতাকর্মী আহত হয়েছে বলেও জানান তিনি।

সকালে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে নাশকতা বিরোধী মিছিল করে।

অপরদিকে উপজেলা সদর ও মহাসড়কের বিভিন্ন জায়গায় একদফা দাবির পক্ষে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানায় এখনো (রিপোর্ট লেখা পর্যন্ত) গাজীপুর-ময়মনসিংহ সীমান্ত এলাকায় বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রদর্শন অব্যাহত রেখেছে।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৫-এর এসপি মিজানুর রহমান জানান, সকাল থেকেই আমরা প্রস্তুত ছিলাম। আতর্কিতভাবে গাজীপুরের শ্রীপুর জৈনা এলাকা থেকে দুর্বৃত্তরা হামলা করে। এ সময় প্রায় সাতটি কারখানায় হামলা চালায়। পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। পুলিশ কোন ফায়ার করেনি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে