ডুমুরিয়ায় অসহযোগ আন্দোলনে সবকিছু ছিল স্বাভাবিক
প্রকাশ | ০৫ আগস্ট ২০২৪, ০০:০০
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
সরকার পদত্যাগের একদফা দাবিতে অসহযোগ আন্দোলনে সাড়া দেয়নি ডুমুরিয়ার জনগণ। উপজেলার সকল সরকারি অফিস, ব্যাংক, ব্যবসা প্রতিষ্ঠানসহ যানচলাচল ছিল স্বাভাবিক। তবে নাশকতারোধে শক্ত অবস্থানে ছিলেন ডুমুরিয়ার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা সকাল থেকে দলীয় কার্যালয়ের সামনে সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেন। এদিন সকালে শাহপুর এলাকায় সরকারবিরোধী আন্দোলনের প্রস্তুতি নেওয়ার পূর্বমুহূর্তে পুলিশে উপস্থিতিতে তা পন্ড হয়। সরকারি স্থাপনা ও জনগণের যানমাল রক্ষার্থে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ রয়েছে কড়া সতর্কতায়।
জানা যায়, কোটার আন্দোলন এখন আর নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে দেশব্যাপী সহিংসতা শুরু হয়েছে। তবে তাদের অসহযোগ আন্দোলনে সাড়া দেয়নি ডুমুরিয়ার জনগণ। অন্যদিনের মতো খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যানচলাচল, বাজারের ব্যবসা প্রতিষ্ঠানসহ সরকারি অফিস, পলস্নী বিদু্যৎ অফিস, বেসরকারি ব্যাংকের কার্যক্রম ছিল স্বাভাবিক। সকালে উপজেলা প্রশাসন আয়োজিত "সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ" কমিটির সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ এ কথা বলেন। সভায় মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক বলেন, 'সরকার তো কোটা প্রথা বাতিল করল, তারপরেও কেন আন্দোলন! এর পেছনে অন্য শক্তি কাজ করছে। আমরা শক্তভাবে এর জবাব দিতে চাই।' সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন বলেন, 'দেশ এখন একটি ক্রান্তিলগ্নে। এসময় সব বিভেদ ভুলে আগে দেশকে বাঁচাতে হবে। আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। সরকারি স্থাপনা ও জনগণের যানমাল রক্ষার্থে উপজেলা প্রশাসন কড়া সতর্কতা অবস্থানে রয়েছে।'
সভায় অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল তার বক্তব্যে বলেন, সকালে শাহপুর এলাকায় সরকারবিরোধী আন্দোলনের কর্মী-সমর্থকরা একজায়গায় জড়ো হচ্ছিল। তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে তারা সরে পড়ে।
তিনি আরও বলেন, 'বরাবরই দেখেছি, ডুমুরিয়ার মানুষ অত্যন্ত শান্তিপ্রিয়। আমি চাই এ শান্তি বজায় থাকুক।'
এ সময় আরও বক্তব্য দেন ডুমুরিয়া সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক গোবিন্দ ঘোষ ও শারমীনা পারভীন রুমা, ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল হক, ইউপি চেয়ারম্যান জহুরুল হক, গাজী তৌহিদুল ইসলাম, গোপাল চন্দ্র দে, আড়ংঘাটা থানার এসআই জাকিরুল ফিরোজ, প্রধান শিক্ষক আইয়ুব হোসাইন প্রমুখ। এদিকে নাশকতারোধে ডুমুরিয়া উপজেলায় আওয়ামী লীগ কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়াদ্দারের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের প্রায় ৪-৫শ' নেতাকর্মী অবস্থান কর্মসূচি পালন করেন।