বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

মিরসরাইয়ে চরম ক্ষতির মুখে বঙ্গোপসাগর উপকূলের সাত হাজার একর মৎস্য ঘের

এক ঘেরের মাছ যাচ্ছে অন্য ঘেরে
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৫ আগস্ট ২০২৪, ০০:০০
চট্টগ্রামের মিরসরাইয়ে বৃষ্টির পানিতে ডুবে যাওয়া মাছের ঘের -যাযাদি

টানা কয়েকদিনের বৃষ্টিতে চরম ক্ষতির মুখে পড়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের মাছচাষিরা। এখানকার বঙ্গোপসাগর উপকূলের সাত হাজারেরও বেশি মৎস্য ঘেরের পাড় হয়ে উপচে পড়ছে পানি। এতে একজনের ঘেরের মাছ চলে যাচ্ছে অন্য জনের ঘেরে। এছাড়া সাগর পার্শ্ববর্তী ঘেরের মাছ চলে যাচ্ছে সাগরে। এতে বড় ধরনের লোকসান গুনতে হবে এখানকার মৎস্য চাষিদের।

জানা গেছে, উপজেলার ইছাখালী, বাঁশখালী ও মুহুরী প্রকল্প এলাকায় প্রায় সাত হাজার একর ঘেরে চাষ হয় মিঠা পানির মাছ। যাতে বছরে উৎপাদন হয় চট্টগ্রামের মৎস্য খাদ্য চাহিদার প্রায় ৭০ ভাগ মাছ। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে এখানকার সাগর উপকূলীয় এলাকার ঘেরের পাড় ডুবে গেছে। এতে কোথাও কোথাও এক ঘেরের মাছ অন্য ঘেরে যাচ্ছে। আবার নিম্নাঞ্চলের ঘেরের মাছ ভেসে যাচ্ছে সাগরে।

স্থানীয় মৎস্য চাষি সমিতির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন জানান, শুক্রবার সকাল পর্যন্ত অবস্থা স্বাভাবিক ছিল। রাত থেকে টানা বৃষ্টিতে অধিকাংশ মাছের ঘের ডুবে গেছে। এতে শত কোটি টাকার ক্ষতির মুখে পড়বেন এখানকার চাষিরা।

আরেক মৎস্য চাষি মো. কামরুল হোসেন মোলস্না জানান, মুহুরী প্রকল্প এলাকায় প্রায় ৭ হাজার একর ঘেরে বাণিজ্যিকভাবে মাছ চাষ হয়। শনিবার সকাল পর্যন্ত কয়েকশ' একর ঘের পানিতে ডুবে গেছে। নিচু এলাকাগুলোতে ঘেরের পাড় ভেঙে মাছ সাগরে ভেসে যাচ্ছে। কোনো কোনো চাষি নেট দিয়ে মাছ আটকানোর চেষ্টা করছেন। মূলত এতে লাভের লাভ কিছুই হবে না।

মিরসরাই উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ জানান, 'বৃষ্টি বন্ধ হলে চাষিরা বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে বাঁচবেন। আর যদি বৃষ্টি বন্ধ না হয় মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনেও আমরা সক্ষম হবো না।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে