কোটা আন্দোলনের অন্তরালে নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ

প্রকাশ | ০৫ আগস্ট ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা আওয়ামী লীগের প্রতিবাদ মিছিল -যাযাদি
কোটা সংস্কার আন্দোলনের অন্তরালে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং প্রতিবাদ সভা করেছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন। সারাদেশে রোববার তারা এ কর্মসূচি পালন করে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান, সারাদেশে কোটা সংস্কার আন্দোলনের নামে বিএনপি-জামায়াত শিবির যে অগ্নিসংযোগ, ভাঙচুর, খুন এবং সরকার পদত্যাগের যে এক দফা দাবিতে দেশ ধ্বংসে লিপ্ত হয়েছে তার প্রতিবাদে রোববার সকালে উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড থেকে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি পাটগাতী বাসস্ট্যান্ডের পৌর সুপার মার্কেট থেকে বের হয়। এরপর প্রতিবাদ সভা করেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বক্তারা প্রতিবাদ সভায় বলেন, এদেশের মাটি মা বাংলাদেশ কখনো পাকিস্তান হবে না। বিএনপি-জামায়াতের পরিকল্পনায় এদেশকে পাকিস্তান বানাতে চায়। শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে পুঁজি করে দেশে ভাঙচুর অগ্নিসংযোগ ও মানুষ খুনে লিপ্ত হচ্ছে তারা। আমরা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তিকে দেশ ধ্বংসের কাজে লিপ্ত হতে দেব না। এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইলিয়াচ হোসেন সরদার, সহ-সভাপতি ও পাটগাতী ইউপির চেয়ারম্যান শুকুর শেখ, সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি, সাইফুল শেখ, সাধারণ সম্পাদক বিএম ফোরকান আলী, যুব লীগের সভাপতি বিএম মাহমুদুল হক, পাটগাতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পান্না মৃধা প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা আওয়ামী লীগসহ উপজেলার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ভূঞাপুরে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। অন্তর্দ্বন্দ্ব ভুলে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে মাঠে নামেন এবং বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন দলের নেতাকর্মীরা। উপজেলা নির্বাহী অফিসার মো. মামুনুর রশিদ জানান, ভূঞাপুরে কোনো প্রকার সহিংস বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের চরভদ্রাসনে এক দফা দাবিতে সারাদেশে অসহযোগ আন্দোলনের প্রতিবাদে মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠন। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা যুবলীগ কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি চরভদ্রাসন বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে আবার উক্ত কার্যালয়ের সামনে এসে পথসভা করে। বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের দেওয়া কর্মসূচি অনুযায়ী সারাদেশে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে তারা। তারই প্রতিবাদে সকাল থেকে চরভদ্রাসন উপজেলা পরিষদের সামনে অবস্থিত যুবলীগ কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী মোলস্না, সাবেক প্রচার সম্পাদক বোরহান মোলস্না, উপজেলা ভাইস চেয়ারম্যান কাউসার হোসেন, চর ঝাউকান্দা ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান মৃধা, যুবলীগ সভাপতি মাহফুজুর রহমান মুরাদ সাধারণ সম্পাদক খোকন মোলস্নাসহ ছাত্র লীগের বিভিন্ন নেতাকর্মীরা। দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, সারাদেশে শিক্ষার্থীদের ব্যানারে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগ এবং তার অঙ্গ-সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং, উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফিক, পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আব্দুস ছালাম, সাবেক উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক খান, সাবেক মেয়র শ. ম জয়নাল আবেদীন, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য উপাধ্যক্ষ রেমন্ড আরেং বলেন, 'ছাত্রদের যৌক্তিক দাবির প্রতি আওয়ামী লীগ শুরু থেকেই একাত্মতা পোষণ করেছে। প্রধানমন্ত্রী সব দাবি মেনে নেওয়ার পর কেন আন্দোলন হচ্ছে, কারা ইন্ধনদাতা আমরা বুঝতে পেরেছি। বাংলাদেশ আওয়ামী লীগ এখন আর ঘরে বসে থাকবে না। বিএনপি-জামায়াত তাদেরকে ঢাল বানিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে।' গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, কোটাবিরোধী আন্দোলনের অন্তরালে সারাদেশে বিএনপি-জামাতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২টায় আওয়ামী লীগের আয়োজনে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিশাল মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর ঢাকা-রংপুর মহাসড়কের থানা মোড়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রধান জাকারিয়া ইসলাম জুয়েলের সভাপতিত্বে এবং যুগ্মসাধারণ সম্পাদক মিঞা আসাদুজ্জামান হিরু'র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ আবুল কালাম আজাদ, পৌর সভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মুকিতুর রহমান রাফি, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাকিল আকন্দ বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুল হাসান ফাহিয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু রুশদ মো. শরিফুল ইসলাম জর্জ, পৌর সভার প্যানেল মেয়র শাহিন আকন্দ প্রমুখ। কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার কলমাকান্দায় মিছিলে নেতৃত্ব দেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দীনসহ আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ, মোসাদ্দেক হোসেন বুলবুল, গৌরাঙ্গ দাস, ইসমাইল হোসেন সিরাজী, নাজিম উদ্দীন, অ্যাডভোকেট আব্দুল মজিদ, অ্যাডভোকেট গাজীউর রহমান, সাইদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান লাল মিয়া, শাহারিয়ার হোসেন মনির, মিজানুর রহমান সেলিম, শামীম আহম্মেদ, আব্দুল আওয়াল, অমিত সরকার। নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের নলডাঙ্গায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন নেতাকর্মীরা। পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন। সমাবেশে নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মনিরুজ্জামান মনির, উপজেলা যুগ্ম সম্পাদক তৌহিদুর রহমান লিটন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ, জেলা পরিষদ সদস্য সোহরাব হোসেন সোহাগ, জেলা পরিষদ সাবেক সদস্য রইস উদ্দিন রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা প্রতিরোধে জমায়েত কর্মসূচি সফল করতে নলডাঙ্গার ৫টি ইউনিয়ন ও ওর্য়াড পর্যায়ের শত শত নেতাকর্মী অংশ নেন। কাশিয়ানী (গোপালগগঞ্জ) প্রতিনিধি জানান, গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে উপজেলা আওয়ামী লীগের ব্যানারে সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন এবং সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলমের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের হয়। সংক্ষিপ্ত সমাবেশে কাশিয়ানী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. মাসুমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন ও সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম। সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সদরপুরে সকাল ১১টায় প্রথমে ফরিদপুর-৪ আসনের এমপি নিক্সন সমর্থক উপজেলা যুবলীগ ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য কাজী জাফর উলস্নাহ সমর্থকদের আয়োজনে মিছিল বের হয়। পৃথক দুই মিছিলে সদরপুর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে স্থানীয় জনপ্রতিনিধি ও যুবলীগের কয়েক শতাধিক নেতাকর্মীদের নিয়ে একটি শান্তি মিছিল বের হয়। এতে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান কাজী জাফর, ইউপি চেয়ারম্যান, মোয়াজ্জেম হোসেন, রোকন উদ্দীন, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু আলম ও ঢেউখালী ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন সাধারণ সম্পাদক মিজানুর রহমানের নেতৃত্বে সদরপুর কলেজ মোড় থেকে একটি মিছিল বের হয়। টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি জানান, কোটা বিরোধী ছাত্রদের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিন টঙ্গীতে আওয়ামী লীগের নেতা কমীরা রাজপথে পৃথক পৃথক অবস্থান করেন। গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজমত উলস্না খানের সভাপতিত্বে এবং সহ সভাপতি মতিউর রহমান মতির পরিচালনায় পৃথক পৃথক অবস্থান কমসূচিতে টঙ্গী থানা আওয়ামী লীগ কার্যালয়ে অবস্থান করেন নেতাকর্মীরা। অবস্থান করা নেতাকর্মীরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের ৫৬ নং ওয়াড কাউন্সিলর আবুল হোসেন, ৪৩ নং ওয়ার্ড কাউন্সিলর খালেদুর রহমান রাসেল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিলস্নাল হোসেন, সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন। \হটঙ্গী স্টেশন রোড এলাকায় অবস্থান করেন টঙ্গী থানা আওয়ামী লীগের সহ সভাপতি মনির আহম্মেদ, আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন, খোরশেদ আলম, মুজাম্মেল হক, সাদেক হোসেন খান, মিজানুর রহমান মাস্টার, জামাল হোসেন, শাহাজান সিরাজ সাজু, সোলাইমান মিয়া, সেলিম সিকদার। টঙ্গী বাজার এলাকায় নেতা কমীদের নিয়ে অবস্থান করেন এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অসহযোগ আন্দোলনের প্রতিবাদে মিছিল করেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ওসমান আলী, মহানগর আওয়ামী লীগের সদস্য কাজী মো. সেলিম, মুকুল সরকার, গাজীপুর মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আমান উদ্দিন সরকার, টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা লিটন উদ্দিন সরকার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ডালিম, ফখরুল ইসলাম। চেরাগ আলী এলাকায় আওয়ামী লীগের হাজার হাজার নেতা কমীদের নিয়ে অবস্থান করেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র, গাজীপুর সিটি করপোরেশনের ৪৩ নং ওয়াড সাবেক কাউন্সিলর, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আসাদুর রহমান কিরন, আওয়ামী লীগ নেতা সেলিম মিয়া, সাবেক কাউন্সিলর আব্দুল আলীম মোলস্না, গাজীপুর সিটি করপোরেশনের ৪৬ নং ওয়াড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি নুর মোহাম্মদ মামুন, গাজীপুর সিটি করপোরেশনের ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, গাজী মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য বদরুল আলম পাশা, ইমরান হোসেন পলিন, আজিম হায়দার আদিম, রাজিব হায়দার সাদিম প্রমুখ। উলেস্নখ, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি, গাজীপুর উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজমত উলস্না খানের নেতৃত্বে সকাল ১১ টায় টঙ্গীর চেরাগ আলী এলাকায় থেকে অসহযোগ আন্দোলনের প্রতিবাদে একটি মিছিল কের হয়। পরে টঙ্গী হোসেন মাকেট এলাকায় গিয়ে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে দিয়ে দলীয় নেতা-কর্মীদের রাজপথে অবস্থান করার নিদর্শন প্রদান করেন তিনি।