বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

আন্দোলনের নামে সহিংসতাকারীরা দেশ ও জাতির শত্রম্ন -এলজিআরডি প্রতিমন্ত্রী

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি
  ০৫ আগস্ট ২০২৪, ০০:০০
আন্দোলনের নামে সহিংসতাকারীরা দেশ ও জাতির শত্রম্ন -এলজিআরডি প্রতিমন্ত্রী

'কোটা আন্দোলনের নামে সহিংসতাকারীরা দেশ ও জাতির শত্রম্ন, তাদের প্রতিহত করতে হবে'- বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ (দারা) এমপি।

রোববার সকালে পৃথক দুইটি কর্মসূচির সূচনালগ্নে পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত 'ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তার চেক বিতরণ' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, তারা শুরুটা করেছিল 'কোটা আন্দোলনের' নামে, তারা তাদের কথা রাখেনি। এখন দেশব্যাপী ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে দিশেহারা অছাত্র ও সুবিধাবাদীরা। তথাকথিত আন্দোলনের নামে সহিংসতাকারীরা দেশ ও জাতির শত্রম্ন, তাদের প্রতিহত করতে হবে।

তিনি আরো বলেন, সকলে মিলে এদের চিহ্নিত করে অনতিবিলম্বে জাতির সামনে এই ছদ্মবেশী ছাত্রদের মুখোশ উন্মোচন করতে হবে। তবুও জামাত-বিএনপির অগ্নিসন্ত্রাস ও 'গুজব সন্ত্রাস' থেকে দেশকে আমাদের বাঁচাতে হবে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে পরবর্তীতে 'পুঠিয়া উপজেলার ৬টি ইউনিয়নের রুরাল এমপস্নয়মেন্ট অ্যান্ড রোড মেইন্টিন্যান্স প্রোগ্রাম-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পে নিয়োজিত দুস্থ নারী কর্মীদের সার্টিফিকেট বিতরণ ও সঞ্চয় অর্থ ফেরত প্রদান' অনুষ্ঠানে পলস্নীর নারীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, 'মা-বোনেরা, আপনারা খেয়াল রাখবেন যে আপনার সন্তান কিংবা ভাই কার সঙ্গে মেশে, কোথায় যায়, কী করে। তাদের ফেসবুক-আসক্তিতে জড়াতে দেবেন না। অসৎ সঙ্গ ঘরের বাইরে নিয়ে সহিংসতায় উস্কে দিচ্ছে কিনা, তা-ও খেয়াল রাখুন। কারণ, এই ছাত্ররাই দেশের সবচেয়ে বড় সম্পদ। তাদের যত্ন নিতে হবে।'

এর আগে প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে অবস্থান কর্মসূচি পালন করেন।

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম নূর হোসেন নির্ঝরের সভাপতিত্বে অনুষ্ঠানে আর বক্তব্য প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রবিউল করিম এবং উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে