ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোমবাতি প্রজ্বলন
প্রকাশ | ০৫ আগস্ট ২০২৪, ০০:০০
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী নিহত শিক্ষার্থীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও বিক্ষোভ মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
শনিবার সন্ধ্যায় শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে তারা মোমবাতি প্রজ্বলন করে। পরে তারা কুমিলস্না-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে।
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শহরের হালদারপাড়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাধা দেন। পরে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন সেখানে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। শান্তিপূর্ণভাবে মোমবাতি প্রজ্বলন করে শিক্ষার্থীরা চলে যাবেন বললে সদর উপজেলার চেয়ারম্যান এতে সম্মত হন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসেন বলেন, 'আন্দোলনরত সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের শান্তভাবে নিজ নিজ অবস্থানে থাকতে বলেছি। শিক্ষার্থীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে চলে গেছেন।'