বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

জামালপুরে মিথ্যা হত্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

জামালপুর প্রতিনিধি
  ০৪ আগস্ট ২০২৪, ০০:০০
জামালপুরে মিথ্যা হত্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

জামালপুরের ইসলামপুর উপজেলায় মিথ্যা হত্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

শনিবার জামালপুর জেলা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পলস্নী চিকিৎসক ভুক্তভোগী শেখ মোহাম্মদ মজনু।

তিনি অভিযোগ করে বলেন, তার ওষুধের দোকান থেকে তারই প্রতিবেশী মিন্টু এক হাজার টাকার ওষুধ বাকি নেন। কিন্তু টাকা চাইলে সে তা দিতে অস্বীকার করে। এর প্রেক্ষিতে শেখ মোহাম্মদ মজনুর সঙ্গে মিন্টুর হাতাহাতি হয়। এরপর তাকে বিভিন্ন ভিত্তিহীন মামলা দিয়ে হয়রানি করে মিন্টু।

মজনু আরও অভিযোগ করেন, 'এসব মিথ্যা মামলা দিয়ে সুবিধা করতে না পারায় চলতি বছরের ১৭ জুলাই মধ্যরাতে মিন্টু তার নিজের অসুস্থ বাবা তোফাজ্জলকে হত্যা করে আমার বাড়ির পেছনে আমগাছে ঝুলিয়ে রাখে। পরে নিহতের বড় ছেলে মোশারফ গত ২৫ জুলাই আমাকেসহ ১৫ জন আত্মীয়স্বজনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করেন।' এই মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ জানিয়ে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে