বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

নিখোঁজ কলেজ ছাত্রের সন্ধান চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

নাটোর প্রতিনিধি
  ০৪ আগস্ট ২০২৪, ০০:০০
নিখোঁজ কলেজ ছাত্রের সন্ধান চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

নাটোরের বড়াইগ্রামে আল-আমিন (২৬) নামে এক কলেজছাত্র প্রায় এক মাস আগে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় থানায় জিডি এবং পরিচিত স্থানে খোঁজ করে তার কোনো সন্ধান পান নাই। পরে তার সন্ধান চেয়ে শনিবার সংবাদ সম্মেলন করেছে পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আল-আমিনের স্ত্রী কানিজ সুর্বনা বলেন, গত ৪ জুলাই বিকালে টিউশনির জন্য বাড়ি থেকে বের হয় আল-আমিন। এরপর আর ফিরে আসে নাই। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে তাকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে না পেয়ে ৬ জুলাই ভাই আমীর হামজা থানায় অভিযোগ করেন। পুলিশের পরামর্শে ১২ তারিখে জিডি করেন। সে কোনো সংস্থার কাছে আটক বা বেঁচে আছে না-কি মরে গেছে কিছুই জানতে পারছেন না।

সংবাদ সম্মেলনে আল-আমিনের ছেলে আব্দুলস্নাহ (৩), স্ত্রী কানিস সুর্বনা, মা মেহেরুন বেগম, ভাই আমির হামজা ও মামা শ্বশুর সবুজ আলী উপস্থিত ছিলেন।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সরল মরমু বলেন, 'নিখোঁজ আল-আমিনের খোঁজে কাজ চলছে। ইন্টারনেট জটিলতায় কিছুটা বিলম্ব হচ্ছে। আশা করছি, খুব তারাতারি তার সন্ধান পাওয়া যাবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে