বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

১৬ দিন পর দেশে ফিরলেন সাবেক মেয়র জাহাঙ্গীর

গাজীপুর জেলা ও মহানগর প্রতিনিধি
  ০৪ আগস্ট ২০২৪, ০০:০০
১৬ দিন পর দেশে ফিরলেন সাবেক মেয়র জাহাঙ্গীর

সন্ত্রাসী হামলায় আহত গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম শনিবার সকালে সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফেরেন। তিনি সকাল ৮টায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। পরে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জাহাঙ্গীর আলমকে গাজীপুরের বাসায় পৌঁছে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কর্মী-সমর্থকদের মোটর সাইকেল-গাড়ির বহরও ছিল।

বাসার সামনে সমবেত জনতার উদ্দেশে তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় তিনি আলাপ-আলোচনার মাধ্যমে চলমান সহিংসতার অবসান ঘটিয়ে দেশে শান্তি ফিরিয়ে আনার অনুরোধ জানিয়েছেন।

১৯ জুলাইয়ের ভয়াবহ হামলার কথা স্মরণ করে জাহাঙ্গীর আলম বলেন, 'আমি যখন লোকজন নিয়ে আওয়ামী লীগের সভায় যোগ দিতে ঢাকার উদ্দেশে রওনা হই। তখন রাজধানীর উত্তরায় পৌঁছার পর রাজপথে কোটা আন্দোলনকারীদের ভেতরে ঢুকে দুর্বৃত্তরা আমার ও আমার কর্মীদের ওপর হামলা চালায়। সেখানে জুয়েল মোলস্নাকে তারা হত্যা করেছে, আমাকে হত্যার উদ্দেশ্যে একটি বাড়িতে আড়াই ঘণ্টা আটকে রেখে নির্যাতন করেছে। তারা ভেবেছিল আমি মারা গেছি, সর্বশেষ তারা বিভিন্ন হাসপাতালে হামলা চালিয়েছে। প্রধানমন্ত্রীর সহায়তায় আমি সেখান থেকে উদ্ধার হই এবং চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে