বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

সংবাদ সংক্ষেপ

  ০৪ আগস্ট ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

সমন্বয় সভা

ম বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার সুদিপ্ত কুমার সিংহ বলেছেন, বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট সবার সমন্বয় থাকা জরুরি। বাল্যবিবাহের কুফল ও প্রতিরোধে করা আইন বাস্তবায়নে সবার আন্তরিক হতে হবে। গত বুধবার বিকালে শরণখোলা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রায়হান উদ্দীন শান্ত, এ ছাড়া ছিলেন ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রিয় গোপাল বিশ্বাস।

নির্মাণ কাজের উদ্বোধন

ম গাইবান্ধা প্রতিনিধি

উত্তর গিদারী মিয়াবাড়ী জামে মসজিদের ছাদ ঢালাই কাজের শুভউদ্বোধন করলেন শনিবার গাইবান্ধা সদর আসনের সংসদ সদস্য শাহ্‌? সারোয়ার কবির। এ সময় তার সঙ্গে ছিলেন গিদারী ইউনিয়নের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ ইদু সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. সোলায়মান ইসলাম, মো. রফিকুল মালেক, বাচ্চু মিয়া, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ মাসুম রব্বানী, মো. শহিদুল ইসলাম আজাদ, আল ফারুক আহম্মেদসহ মুসলিস্নরা।

জন্মদিন পালিত

ম গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ার বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, বাম রাজনীতির পুরোধা, মুক্তিযোদ্ধা, লেখক নির্মল সেনের ৯৪তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার নির্মল সেন স্কুল অ্যান্ড মহিলা কলেজ ও নির্মল সেন স্মৃতি সংসদের আয়োজনে জেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্মল সেন স্কুল অ্যান্ড মহিলা কলেজের সভাপতি সাংবাদিক রতন সেন কংকনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শেখ হাসিনা সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক কবি মিন্টু রায়, সাংবাদিক মিজানুর রহমান বুলু, এইচ এম মেহেদী হাসানাত, জাহিদুল ইসলাম।

প্রস্তুতি সভা

ম আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

শোকের মাস আগস্টে বরিশালের আগৈলঝাড়া আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালনসহ মাসব্যাপী বিভিন্ন দিবস পালনে বিস্তারিত কর্মসূচি গ্রহণের মধ্য দিয়ে দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শনিবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালে মো. লিটন।

শোকর্ যালি

ম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় উপজেলা আওয়ামী লীগ ও সব অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শোকাবহ আগস্ট উপলক্ষে শোকর্ যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শোকর্ যালিটি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বের হয়ে পৌরসদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান। উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সমিরণ সাধু, যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস।

নবাগত ওসি

ম কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়া থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে কর্মে যোগদান করেছেন মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ। শনিবার দুপুরে কেন্দুয়া থানা কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে জানা যায়, নবাগত মোহাম্মদ মিজানুর রহমান আকন্দের গ্রামের বাড়ি ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নকলা উপজেলায়। শিক্ষা জীবন শেষ করে তিনি আউট সাইড ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন ২০০১ সালে। ২০১২ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ হয় তার। গত বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় নতুন অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব বুঝে নেয় তিনি।

মতবিনিময় সভা

ম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে পুকুর-জলাশয়ের পানির ভৌত-রাসায়নিক গুণাগুণ পরীক্ষা ও মৎস্যচাষিদের প্রয়োজনীয় পরামর্শ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে শুক্রবার ও শনিবার দুই দিনব্যাপী নেওয়াশী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মৎস্যচাষি রেজাউল করিম রতনের পুকুর পাড়ে এই পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোফাখখারুল ইসলাম, নেওয়াশী ইউপি চেয়ারম্যান মাহফুজার রহমান মুকুল, ছাত্র ও যুব উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ মোহাম্মদ নিজাম উদ্দিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে