কুলিয়ারচরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের হিড়িক

প্রকাশ | ০৪ আগস্ট ২০২৪, ০০:০০

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে দিনে এবং রাতে বালু উত্তোলন করে যাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। তারা প্রশাসনের কথায় তোয়াক্কা করছে না বলে এলাকায় অভিযোগ উঠেছে। এই বালু উত্তোলনের ফলে নদীর পাড়ের গ্রামগুলো ভেঙে যাওয়ার উপক্রম হচ্ছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। এদিকে কুলিয়ারচর পৌরশহরের মানিকদী ব্রিজের এপাশে এবং ওপাশে একটি প্রভাবশালী অসাধু ব্যবসায়ীরা স্টিলবডি নৌকা দিয়ে বালু এনে ড্রেজার মেশিন দিয়ে বালুগুলো লোড করার ফলে এ ব্রিজটি হুমকির সম্মুখীন হচ্ছে। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমলে নেবেন বলে এলাকাবাসীর প্রত্যাশা।