খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান বলেন, 'পাইকগাছায় জগদ্বিখ্যাত বিজ্ঞানী পিসি রায়সহ অনেক জ্ঞানী এবং গুণী ব্যক্তি জন্মগ্রহণ করেছেন। তাদের জন্য আমরা গর্বিত। এদের মধ্যে বিজ্ঞানী পিসি রায় ছিলেন অন্যতম। তিনি একজন অসাম্প্রদায়িক চেতনার মানুষ ছিলেন।'
শুক্রবার খুলনার পাইকগাছার রাড়ুলীতে খুলনা জেলা প্রশাসন আয়োজিত বিজ্ঞানী স্যার আচার্য প্রফুলস্নচন্দ্র পিসি রায়ের ১৬৩তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বক্তারা বিজ্ঞানীর বসতবাড়ি সংরক্ষণ, পর্যটন কেন্দ্র স্থাপন, রেস্টহাউজ নির্মাণ, মিউজিয়াম স্থাপন, বিজ্ঞানীর মা ভুবনমোহিনী নামে দেশের প্রথম বালিকা বিদ্যালয় জাতীয়করণ, ব্রিজ ও সড়ক বিজ্ঞানীর নামে নামকরণ ও সপ্তাহব্যাপী পিসি মেলা করার দাবি জানান। স্থানীয় সরকার বিভাগ খুলনার উপ-পরিচালক ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সুশান্ত কুমার সরকার, প্রত্নতত্ত্ব অধিদপ্তর খুলনার আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন, উপজেলা চেয়ারম্যান আনন্দ মোহন বিশ্বাস, মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, উপজেলা ভাইস চেয়ারম্যান স ম আব্দুল ওয়াহাব বাবলু প্রমুখ।