তিতাসে আ'লীগের পূর্বনির্ধারিত কর্মসূচি স্থগিত

প্রকাশ | ০৪ আগস্ট ২০২৪, ০০:০০

তিতাস (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার তিতাসে আওয়ামী লীগের সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে সচেতনতামূলক সভার কর্মসূচি স্থগিত করা হয়েছে। এর আগে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে গত শুক্রবার থেকে আগামী ৮ আগস্ট পর্যন্ত উপজেলার ৯টি ইউনিয়নে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা যায়, বিগত কয়েকদিন ধরে কোমলমতি শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে কোটা সংস্কার আন্দোলনের নামে সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী বাংলাদেশের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, খুন, অগ্নিসংযোগ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তার প্রতিবাদে ৯ ইউনিয়নের ৬ দিনের সচেতনতামূলক সভার কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচির আওতায় শুক্রবার সকাল ১০টায় সাতানী ইউনিয়নের হরিপুর স্টেশনে এবং বিকাল ৩টায় জগৎপুর ইউনিয়নের জগতপুর ইউপি অফিসে সভা দুটি অনুষ্ঠিত হয়। এতে কুমিলস্না-১ আসনের এমপি আবদুস সবুর প্রধান অতিথি ছিলেন। তবে পূর্বনির্ধারিত শনিবারের কর্মসূচি স্থগিত করা হয়েছে। শনিবার সকাল ১০টায় কলাকান্দি ইউনিয়নের কলাকান্দি বাজার ও বিকাল ৩টায় ভিটিকান্দি ইউনিয়নের দুলারামপুর বাজারে সভা দুটি হওয়ার কথা ছিল। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূঁইয়া জানান, বৈরী আবহাওয়ার কারণে শনিবারে কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে এটি আগামী ৯ আগস্ট যথাসময় যথাস্থানে অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৫ আগস্টের জিয়ারকান্দি ইউনিয়নের দড়িকান্দি বাস স্টেশনের সকাল ১০টার সভাটি বিকাল ৩টায় একই স্থানে অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, বৈরী আবহাওয়া অথবা যে কোন কারণে কর্মসূচির কিছুটা পরিবর্তন হতে পারে।