কোটা :৯ দফা দাবিতে ছাত্র জনতার সড়ক অবরোধ
প্রকাশ | ০৪ আগস্ট ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনের ডাকে চলমান কর্মসূচিতে শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে হত্যা এবং ৯ দফা বাস্তবায়নের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-জনতা। আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এ কর্মসূচি পালন করে। এ সময় তারা বিভিন্ন মহাসড়ক অবরোধ, পুলিশ বক্স-গাড়িতে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। বিভিন্ন স্থানে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে আহত হয় অনেকে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ীতে সকাল ১০টায় পৌর শহরের নিমতলা মোড় থেকে ছাত্র-জনতার একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে নিমতলা মোড়ে ছাত্র-জনতার সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আন্দোলনকারী শিক্ষার্থীরাসহ বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, শিক্ষক সঞ্জীব কুমার জিতু, অভিভাবক ও প্রগতিশীল রাজনৈতিক নেতা এসএম নুরুজ্জামানসহ বিভিন্ন স্তরের অভিভাবকসহ শিক্ষার্থী ও তাদের মায়েরা।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সকাল সাড়ে ১১টায় পৌর শহরের শিবদিঘি যাত্রীছাউনি মোড় এলাকায় শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। এ সময় আহসান হাবীব নামে একজন শিক্ষার্থী মাইকে বিভিন্ন স্স্নোগান দেন। ঘটনাস্থলে উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপস্নব ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা উপস্থিত হয়ে শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত করার জন্য বলেন। তবে শিক্ষার্থীরা ১০ মিনিট কর্মসূচি পালনের অনুরোধ করেন। এ সময় ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিপরীত দিকে অবস্থান নেন। পরে শিক্ষার্থীরা শিবদিঘি যাত্রী ছাউনি ছেড়ে মিছিল নিয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে সমবেত হন। সেখানে সন্ধায় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেন।
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, দাবি আদায়ে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের পানিউন্দায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধসহ অগ্নিসংযোগ করেছে শিক্ষার্থীরা। শনিবার সকাল ১১টায় বিক্ষোভ মিছিল বের করে তারা। এক পর্যায়ে তারা মহাসড়ক অবরোধ ও রাস্তার উপর অগ্নিসংযোগ করে। এদিকে উপজেলার কাজিরবাজারেও বিক্ষোভ মিছিল বের করে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর মাধবদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ২ ঘণ্টা বন্ধ ছিল ঢাকা-সিলেট মহাসড়ক। দুপুর সাড়ে ১২টা থেকে আড়াইটা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী পুরাতন বাসস্ট্যান্ডে রাস্তায় বেরিকেট দিয়ে ছাত্রছাত্রীরা এ আন্দোলন করে। এ সময় মহাসড়কের দুই পাশে বহু গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে অ্যাম্বুলেন্স আসলে ছাত্ররাই নিরাপদে চলে যেতে সাহায্য করতে দেখা যায়। ছাত্র আন্দোলনের সময় ঘটনাস্থলে কোনে পুলিশের উপস্থিতি ছিল না। ছাত্ররা চলে যাওয়ার কিছুক্ষণ পর নরসিংদী সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিছুক্ষণ অবস্থান করে পরিস্থিতি স্বাভাবিক দেখে চলে যায়।
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের লাখাইয়ে আঞ্চলিক সড়কের বুলস্না সড়কবাজরে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে শিক্ষার্থীরা। দুপুর সাড়ে এগারোটা থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ উপজেলার বুলস্না বাজার চৌরাস্তায় অনুষ্ঠিত হয়। এ সময় তারা বিভিন্ন ধরনের স্স্নোগান সহকারে দাবি সংবলিত পেস্নকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল করে এবং বেলা দেড়টায় শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ শেষ করে শিক্ষার্থীরা।
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের ঘোষণা অনুযায়ী বগুড়ার দুপচাঁচিয়ায় বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। শনিবার বেলা সোয়া ১১টায় উপজেলা সদরের সিও অফিস বাসস্ট্যান্ড থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে সিও অফিস বাসস্ট্যান্ডে সমাবেত হয়। ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল শেষে বিক্ষোভকারীদের পক্ষ থেকে মিছিল সমাপ্ত ঘোষণা করা হয় এবং রোববারের অসহযোগ আন্দোলনে শরিক হওয়ার আহবান জানিয়ে আন্দোলনকারীরা সমাবেশ স্থল ত্যাগ করে। এসময় পুলিশ কোনোরূপ বাধাপ্রদান না করে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় সতর্ক অবস্থান নেয়।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকারের সঙ্গে কথা হলে তিনি বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মিছিল করায় কোনো অঘটন ছাড়াই তাদের কর্মসূচী শেষ করেছেন। জনগণের জানমালের নিরাপত্তায় আমরা যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছি।