বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আ'লীগের বিক্ষোভ

স্বদেশ ডেস্ক
  ০৪ আগস্ট ২০২৪, ০০:০০
গাজীপুরের টঙ্গীতে জাহিদ আহসান রাসেল এমপির নেতৃত্বে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল -যাযাদি

কোটাবিরোধী আন্দোলনে অনুপ্রবেশকারী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ এবং প্রতিবাদ সভা করেছে আওয়ামী লীগ। শনিবার দেশের বিভিন্ন জেলা থেকে আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

স্টাফ রিপোর্টার, মাদারীপুর জানান, মাদারীপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাদারীপুরে শহরে পৌর কমিনিটি সেন্টারে একটি প্রতিবাদ সভা করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন মোলস্নার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক কাজল কৃঞ্চ দে, সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, আজাদ মুন্সি, পৌর মেয়র মো. খালিদ হোসেন ইয়াদ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খানসহ জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, যারা কোটাবিরোধী আন্দোলনে অনুপ্রবেশ করে দেশে সহিংসতা ও অরাজকতার চেষ্টা চালাচ্ছে তাদের শক্ত হাতে প্রতিরোধ করতে হবে। বিএনপি-জামায়াত কখনো দেশের ভালো চায় না, তারা চায় দেশকে অশান্ত করতে। তাই তাদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে হবে।

হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ, সংসদ সদস্যের বাসভবন, সরকারি স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরকারী বিএনপি-জামায়াত নেতাকর্মীদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ করা হয়েছে। শনিবার দুপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

এ আগে সমাবেশে জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আবু জাহির এমপি বলেন, 'কোটা সংস্থার আন্দোলনে আসা শিক্ষার্থীদের মধ্যে ঢুকে বিএনপি-জামায়াত ও শিবিরের চিহ্নিত ক্যাডাররা হবিগঞ্জে যে হত্যা এবং তান্ডব ঘটিয়েছে তা ন্যক্কারজনক। কোটাবিরোধী আন্দোলনের দাবিগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেনে নিয়েছেন। এখন সমন্বয়কদের নাম ব্যবহার করে মিথ্যা কর্মসূচি দেওয়া হচ্ছে।'

জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী সঞ্চালনায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলে দলের জনপ্রতিনিধিসহ দুই সহস্রাধিক দলীয় নেতাকর্মী অংশ নিয়েছেন।

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের টঙ্গীতে জাহিদ আহসান রাসেল এমপির নেতৃত্বে শান্তি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান মতি, গাজীপুর সিটি করপোরেশনের ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল ইসলাম নুরু, ৫৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, গাজীপুর মহানগর কৃষক লীগের সভাপতি, ৪৭নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন, মহানগর মৎস্যজীবী লীগের সভাপতি আসাদুল কবির, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি নুর মোহাম্মদ মামুন, এহসানুল আলম ফরাজি, মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য বদরুল আলম পাশা, মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শিরিন সহিদ, যুগ্ম সম্পাদক নাজমা হোসেন, মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু প্রমুখ।

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের কাজিপুরে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়ের নেতৃত্বে উপজেলা চত্বরে বিক্ষোভ-মিছিল শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেফাজউদ্দিন মাস্টারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে