সিলেটের গোয়াইনঘাটে ভারতীয় রেডিও মেশিনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরদিকে ফেনীর সোনাগাজীতে ক্ষুদ্র ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টার মামলার আসামিকে আটক করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি জানান, সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের বিশেষ অভিযানে ২০টি ভারতীয় রেডিও মেশিনসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় ১০০টি মোবাইল ও একটি নৌকা জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার কাকুনখাই খলা এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে ফয়সল আহমদ (৩০), মৃত তৈয়ব আলীর ছেলে রিয়াজ আহমদ (২৪)। থানা পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফতেপুর ইউনিয়নের মানিকগঞ্জ বাজারসংলগ্ন মানিকগঞ্জ ব্রিজের নিচে কাফনা নদীতে নৌকা দিয়ে নিয়ে যাওয়ার সময় ২০টি ভারতীয় রেডিও মেশিনসহ দুইজনকে আটক করেন। গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম পিপিএম ২০টি ভারতীয় রেডিও মেশিনসহ দুইজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, ধৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি জানান, ফেনীর সোনাগাজীতে পশ্চিম চরদরবেশ গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে আবদুল কাদের নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনার মামলায় আবদুর রহিম (৫৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার চরদরবেশ ইউনিয়নের ১১নং স্স্নুইস গেটসংলগ্ন চৌধুরীর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। সে পশ্চিম চরদরবেশ গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। এ ঘটনায় আহতের স্ত্রী বিবি হাজেরা বাদী হয়ে চারজনের নাম উলেস্নখ করে ৩০ জুলাই মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ আবদুর রহিমকে গ্রেফতার করতে পারলেও বাকী আসামিরা পলাতক রয়েছে। সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।