ধ্বংসাত্মক কর্মকান্ডে জড়িয়ে নিজেদের কলঙ্কিত করা শিক্ষার্থীদের কাজ নয় -মেয়র লিটন
প্রকাশ | ০৪ আগস্ট ২০২৪, ০০:০০
রাজশাহী অফিস
রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, 'জামায়াত-শিবিরের হাতিয়ার হয়ে উঠে ধ্বংসাত্মক কাজে জড়িয়ে নিজেদের কলঙ্কিত করা কোনো ছাত্রছাত্রীর কাজ নয়। আন্দোলন করে রাজপথে আগুন জ্বালিয়ে, মানুষকে হয়রানি করে, দেশকে অস্থির করা শিক্ষার্থীদের কাজ নয়।'
শনিবার দুপুরে বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে পালনকালে এসব কথা বলেন রাসিক মেয়র।
অবস্থান কর্মসূচি শেষে বেলা ২টায় কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয় থেকে মেয়রের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেয়র খায়রুজ্জামান লিটন আরও বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিটি ইতোমধ্যে সরকার মেনে নিয়েছে। আরো কিছু দাবি থাকলে প্রধানমন্ত্রী পূরণ করবেন। প্রধানমন্ত্রী ইতোমধ্যে বলেছেন, গণভবনের দরজা খোলা আছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে তিনি আলোচনা করতে চান।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে খায়রুজ্জামান লিটন বলেন, 'দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে আপনারা আমাদের ডাকে বারবার রাজপথে এসেছেন। আমরা এভাবেই রাজপথে থাকব। শান্তিপ্রিয় রাজশাহীকে আমরা অশান্ত হতে দেবো না।'
রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ডাবলু সরকার, মহানগর যুবলীগ সভাপতি মনিরুজ্জামান খাঁন মনির, সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার, মহানগর যুব মহিলা লীগ সভাপতি অ্যাডভোকেট ইসমত আরা, মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, নাঈমুল হুদা রানা, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসলাম সরকার, মীর ইসতিয়াক আহম্মেদ লিমন প্রমুখ।