শ্যামনগরে আট বছর ধরে নেই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
প্রকাশ | ০৩ আগস্ট ২০২৪, ০০:০০
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগরে দীর্ঘ আট বছর ধরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার পদ শূন্য।
জানা গেছে, সর্বশেষ ২০১৫ সালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন ডা. সঞ্জয় বিশ্বাস। বর্তমানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম মাহবুবুর রহমান। এর পূর্বে ভারপ্রাপ্ত বা অতিরিক্ত দায়িত্ব অনেক কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন।
উপজেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুবুর রশীদ বলেন, 'দীর্ঘ সময় কর্মকর্তা না থাকায় অফিসের কার্যক্রমের ব্যাহত হচ্ছে বলে অনেক বিষয় সিদ্ধান্ত নিতে বা অফিসিয়াল কার্যক্রমে কর্মকর্তার স্বাক্ষর এসব কিছুতে জেলায় ছুটতে হয়। এ ব্যাপারে মহাপরিচালক বরাবর আবেদন করা বা মৌখিকভাবে জানানো হলেও এখনো পর্যন্ত পদ শূন্য রয়েছে।'
এ ছাড়া অফিসে উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দুইজন, অফিস সহকারী এক জন, অফিস সহায়ক এক জনের পদ খালি রয়েছে।