বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

পরশুরামে নদীর বাঁধ ভেঙে দশ গ্রাম পস্নাবিত

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
  ০৩ আগস্ট ২০২৪, ০০:০০
পরশুরামে নদীর বাঁধ ভেঙে দশ গ্রাম পস্নাবিত

ফেনীর পরশুরামের গত দুই দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা পস্নাবিত হয়েছে। শুক্রবার উপজেলার মুহুরি, কহুয়া ও সিলোনিয়ার নদীর চারটি অংশে বেড়িবাঁধ ভেঙে দশটি গ্রাম পস্নাবিত হয়েছে। এতে ফসলি জমি, পুকুরের মাছ, মাছের ঘেরসহ রাস্তাঘাটে ব্যাপক ক্ষতি হয়েছে।

জানা গেছে, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে মুহুরি নদীর দক্ষিণ শালধর গ্রামে মুহুরি নদীর বেড়িবাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা পস্নাবিত হয়েছে। এ ছাড়াও মির্জানগর ইউনিয়নের পশ্চিম মির্জানগর বক্সমাহমুদ ইউনিয়নের টেটেশ্বর ও বেড়াবাড়িয়া গ্রামের বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা পস্নাবিত হয়েছে।

মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান ভুট্টু বলেন, 'উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম মির্জানগর শিলোনিয়া নদীর বাঁধ ভেঙে মির্জানগর, পশ্চিম মির্জানগর, নিজ কালিকাপুর, সত্যনগরসহ পাঁচটি গ্রাম পস্নাবিত হয়েছে।'

বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফয়েজ উলস্নাহ মামুন জানান, ইউনিয়নের টেটেশ্বর ও বেড়াবাড়িয়া এলাকার কহুয়া নদীর দুটি স্থানে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা পস্নাবিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা হাবিব শাপলা বলেন, তিনটি স্থানে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা পস্নাবিত হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ৬শ' প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে