ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের ফলাফল ঘোষণার ১৫ দিন পর পুনরায় নির্বাচন করার মতামত দিয়েছে উপজেলা প্রশাসন।
ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত না করায় ৫ অভিভাবকের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি এ নির্দেশ দেন।
আখাউড়া উপজেলার নুরপুর রুটি আব্দুল হক ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। এদিকে বিদ্যালয় সংশ্লিষ্টদের ভুলে বিপাকে পড়েছেন ভোটে জয়ী ৪ সদস্য।
জানা যায়, গত ১৬ জুলাই ওই বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। চারজন সদস্য পদে জয় লাভ করেন। ১৮ জুলাই দশম শ্রেণির পাঁচ শিক্ষার্থীর অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে একটি দরখাস্তে অভিযোগ করেন যে, ভোটার তালিকায় তাদের নাম ছিল না। তারা ভোট দিতে পারেননি।
এ বিষয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তদন্ত করে প্রতিবেদন দিলে ইউএনও গাজালা পারভীন রুহি পুনরায় নির্বাচন করার মতামত দেন।
প্রধান শিক্ষক মো. মনির হোসেন বলেন, ভোটার তালিকা করতে গিয়ে ভুল হয়ে গেছে। ভুল তো হতেই পারে। আসলে দশম শ্রেণির শিক্ষার্থীর অভিভাবকরা প্রার্থী হতে পারবেন না বলে উলেস্নখ আছে। কিন্তু ভুলে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি।