সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৩ আগস্ট ২০২৪, ০০:০০

প্রতিনিধি
সভা অনুষ্ঠিত ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়ন ও সাধনপুর ইউনিয়নে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পুকুরিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ও সাধনপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সময় পুকুরিয়ায় ইউপি চেয়ারম্যান আসহাব উদ্দীন এবং সাধনপুরে ইউপি চেয়ারম্যান কে. এম সালাউদ্দিন কামালের সভাপতিত্বে এ সময় সভায় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. খোরশেদ আলম। সভায় বক্তব্য রাখেন রামদাস মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ তপন বাগছি, মুক্তিযোদ্ধা, ইউপি সচিব, ইউপি সদস্যরা ও বিভিন্ন স্কুল কলেজের শিকরা। পরামর্শ প্রদান ম দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য চাষিদের মাছ চাষ বিষয়ক নিবিড় পরামর্শ প্রদান করা হয়েছে। শুক্রবার উপজেলার তালোড়া মৎস্য চাষি সমবায় সমিতির কার্যালয়ে সমিতির সাধারণ সম্পাদক ইউনুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মকছেদ আলী প্রমানিক (চ.দা.)। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য চাষী আব্দুল গোফ্‌ফার লুটু, সাবু প্রামানিক, রকিবুল হাসান, হুমায়ুন কবির প্রমুখ। এ পরামর্শ প্রদান অনুষ্ঠানে ৩০ জন মৎস্য চাষি অংশ নেয়। বাইসাইকেল বিতরণ ম উলস্নাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি সিরাজগঞ্জের উলস্নাপাড়ায় ২০২৩-২৪ অর্থবছরের ইউডিএফ ও ইউনিয়ন পরিষদ সহায়তা তহবিল হতে খুদে খেলোয়াড়দের ফুটবল ও বাইসাইকেল, প্রতিবন্ধীদের হুইলচেয়ার, অসচ্ছল মেয়েদের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান। এ সময় ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিনা মীর্জা মুক্তি, উপজেলা ইঞ্জিনিয়ার আবু সাঈদ, ভাইস চেয়ারম্যান মো. আবু সাইদ স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান সবিতা পস্নাবনী সুইটিসহ অনেকে। মৎস্য সপ্তাহ ম বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপন করা হয়েছে। বুধবার দুপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদের্ যালি, পোনামাছ অবমুক্ত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তারের সভাপতিতত্বে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. খোরশেদ আলম। সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় আরও ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল খালেক পাটোয়ারী। পুরস্কার বিতরণী ম লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২৪ উপলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সভায় মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় ৩ জন মৎস্য চাষিকে পুরস্কার প্রদান করা হয়। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ আয়োজনে এ সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান খোরশেদ আলম চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছানের সভাপতিত্বে লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিা কর্মকর্তা নুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কাজি শফিউল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) স্বপন চন্দ্র দে। প্রতিরোধ কমিটির সভা ম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের বিরামপুর উপজেলায় নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি নুজহাত তাসনীম আওন। উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান পারভেজ কবীর, কমিটির সদস্য সচিব ওসি সুব্রত কুমার সরকার। সদস্যদের মধ্যে এ সময় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন। বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে নানা কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৪ শুরু হয়েছে। বৃহস্পতিবার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় বেসরকারি সংস্থা সোসাইটি ফর হেলথ এক্সটেনশন অ্যান্ড ডেভেলপমেন্টের (শেড) আলোচনা সভা ও বর্ণাঢ্যর্ যালির আয়োজন করেন। সভায় প্রধান অতিথি ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী সচিব পরিমল কুমার সরকার। সভায় সভাপতিত্ব করেন ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ ও সিনিয়র সহকারী সচিব সানোয়ার হোসেন। বৃক্ষরোপণ অভিযান ম স্টাফ রিপোর্টার, মাদারীপুর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মাদারীপুরের উদ্যোগে বুধবার দুপুরে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি শুরু করা হয়েছে। মাদারীপুর আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট ফারজানা রহমান ফলজ বৃক্ষের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করেন। পরে আনসার ও ভিডিপির প্রশিক্ষণ মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রশিক্ষণ মাঠে এসে শেষ হয়। এ সময় ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মুহাম্মদ মিজানুর রহমান, সার্কেল অ্যাডজুট্যান্ট নীরব বিশ্বাস, সদর অফিসার মো. আবুল কালামসহ আনসার-ভিডিপির সদস্য-সদস্যা ও ব্যাটালিয়ন সদস্যরা। জাতীয় মৎস্য সপ্তাহ ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের চন্দনাইশে শুক্রবার উদ্বোধন হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪। বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত এইর্ যালি চলবে ৫ আগস্ট পর্যন্ত। পুকুরে পোনা অবমুক্তকরণের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি। পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ডিপেস্নামেসি চাকমা, দোহাজারী পৌর মেয়র মো. লোকমান হাকিম। স্মরণ সভা ম দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি সাংবাদিক, দৈনিক প্রথম আলোর দীঘিনালা প্রতিনিধি (সাবেক) ও পাহাড়ের আলোচিত সাংবাদিক ও সংগঠক প্রয়াত পলাশ বড়ুয়ার প্রথম স্মরণ ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দীঘিনালা প্রেস ক্লাবের আয়োজনে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন দীঘিনালা প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি সমীর মলিস্নক, প্রেস ক্লাব সদস্য সোহেল রানা, আল-আমিন, আক্তার হোসেন, মহাসিন মিয়া-সহ প্রয়াত পলাশ বড়ুয়ার বন্ধু মহলের অনেকেই। বিদায় সংবর্ধনা ম পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার পূর্বধলার পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র সরকারকে অবসোরত্তর বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়নতনে অনুষ্ঠিত আলোচনায় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নূরে আলম সিদ্দিকী মামুন। প্রধান অতিথি ছিলেন সরকারীকৃত মাধ্যমিক বিদ্যালয় সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি শুধাংশু শেখর তালুকদার, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার সভাপতি মো. বদরুজ্জামান মিন্টু, মৌদাম সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মোস্তফা, পূর্বধলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জায়েজুল ইসলাম। প্রস্তুতিমূলক সভা ম উজিরপুর (বরিশাল) প্রতিনিধি বরিশাল জেলার উজিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর-৭৫তম জন্মবার্ষিকী, ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৪তম জন্মবার্ষিকী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে এ সময় ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ইকবাল, পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম শিপন মোলস্না। বাজেট ঘোষণা ম বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে ওই বাজেট ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে উপজেলায় আয় দেখানো হয়েছে ২ কোটি ৯০ লাখ ১৯ হাজার টাকা, ব্যায় ধরা হয়েছে ৮৮ লাখ ৭৯ হাজার টাকা। উদ্বৃত্ত ২ কোটি ১ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া এডিপি ও জায়কা থেকে আয় ধরা হয়েছে ২ কোটি ২ লাখ ৫১ হাজার টাকা এবং উদ্বৃত্ত থেকে ১ কোটি ৯২ লাখ টাকাসহ ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯৪ লাখ ৫১ হাজার টাকা। বাজেট সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের সভাপতিত্বে এ সময় ছিলেন ভাইস চেয়ারম্যান ফারুক সরকার, উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একেএম মোফাখখারুল ইসলাম, কৃষি কর্মকর্তা সুশান্ত ধর, সমাজসেবা কর্মকর্তা দেবাশীষ ঘোষ।