সন্দ্বীপে ২৪ ঘণ্টায় ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত, নিম্নাঞ্চল পস্নাবিত
প্রকাশ | ০৩ আগস্ট ২০২৪, ০০:০০
সন্দ্বীপ (নোয়াখালী) প্রতিনিধি
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে সন্দ্বীপে শুক্রবার সন্ধ্যা ৬ পর্যন্ত ৭৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে, চলছে মুষলধারে বৃষ্টি। এরপরও থেমে থেমে বৃষ্টি অব্যাহত।
শুক্রবার সন্ধ্যা ৬.৩০টা এসব তথ্য জানান সন্দ্বীপ আবহাওয়া অফিসের বিএম নুরুল আলম।
এদিকে টানা দু'দিনের ভারী বৃষ্টির কারণে সন্দ্বীপের বেশ কয়েকটি সড়ক পানিতে তলিয়ে গেছে। বিশেষ করে গুপ্তছড়া সড়কের খন্তার হাটের পাশে শিল্পী কাশেম সড়ক, সন্দ্বীপ আনন্দ পাঠশালার স্কুলের সড়কসহ পৌরসভার বিভিন্ন এলাকার সড়কে পানি উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অসচেতনতার কারণে ড্রেনের মধ্যে ময়লা-আবর্জনা জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
দক্ষিণ মগধরা চরকাছিয়াপাড়, দক্ষিণ পূর্ব সারিকাইত, আমানউলস্নাহর নিম্নাঞ্চল পস্নাবিত হয়েছে। এলাকায় টানা বৃষ্টিপাতে সড়কে পানি জমে আছে। বৃষ্টি কমলে পানি কিছুটা হ্রাস পায়। আবার বৃষ্টি হলে একই অবস্থা।
শুক্রবার সকাল ১০টা থেকে ১১টার পরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলো খুলেছে। প্রয়োজন ছাড়া লোকজন বাসা থেকে বের হয়নি। বৃষ্টির কারণে দিনমজুর ও শ্রমিকদেরও কাজ বন্ধ হয়ে আছে।
সন্দ্বীপ আবহাওয়া অফিসের বিএম নুরুল আলম বলেন, আগামীকালও মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমার কাছে বৃষ্টিপাতে জনসাধারণের পানিবন্দি হওয়া নিয়ে জানতে চাইলে তিনি জানান পানিবন্দি হওয়ার কোনো খবর পাইনি পেলে সহযোগিতা করা হবে।