বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

সাতকানিয়ায় বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৩ আগস্ট ২০২৪, ০০:০০
সাতকানিয়ায় বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ

চট্টগ্রামের সাতকানিয়ার গহীন অরণ্যে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে জড়ো করে রাখা বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ করেছে বন বিভাগ।

শুক্রবার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে পদুয়া রেঞ্জের আওতাধীন সাতকানিয়া উপজেলার বড়দুয়ারা বিট কাম চেক স্টেশনের অধীনস্থ বাজালিয়া ইউনিয়নের চিতামুড়া বাঁশবুনিয়া এলাকার গহীন অরণ্য থেকে এসব সেগুন কাঠ জব্দ করা হয়।

জানা যায়, বনদসু্যরা সেগুন কাঠ কেটে গহীন অরণ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখে।

শুক্রবার মধ্যরাতে পাচারের উদ্দেশ্যে কাঠগুলো এক জায়গায় জড়ো করেন তারা। এমন গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে বড়দুয়ারা বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযানে বের হয় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের উপস্থিতি টের পেয়ে বনদসু্যরা কাঠগুলো ফেলে রেখে পালিয়ে যায়। রাতভর বেশ কয়েকটি পাহাড়ে খোঁজাখুঁজির পর কাঠগুলো জব্দ করতে সক্ষম হন বন বিভাগ।

বড়দুয়ারা বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতভর অভিযান চালিয়ে সেগুন কাঠগুলো জব্দ করা হয়েছে। ভোরে কাঠগুলো জব্দ করে বিট অফিসে নিয়ে আসা হয়েছে।

এ ঘটনায় কে বা কারা জড়িত গোয়েন্দা নজরদারির ভিত্তিতে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে বন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে