কিশোরগঞ্জের বাজিতপুর, কুলিয়ারচর, নিকলীসহ আশপাশে উপজেলাগুলোতে পলস্নীবিদু্যতের বেলকিবাজিতে পড়েছে সাধারণ বিদু্যৎগ্রাহক।
গ্রাহকদের ১৬-১৭ ঘণ্টা অন্ধকারে রেখে তারা সার্ভিস চার্জসহ বিভিন্ন চার্জ নিচ্ছে বছরের পর বছর ধরে। এ ব্যাপারে প্রশাসনিকভাবে কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে জানা যায়, এ সব উপজেলাগুলোতে মিটার রিডারসহ মাঠে কার্যরত কর্মচারীরা আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে। তারা বিদু্যৎগ্রাহকদেরকে শোষণ করে রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে বলে এলাকায় অভিযোগ রয়েছে।
এ দিকে বাজিতপুর বিপিডিপির আওতাধীন প্রায় ২৮ হাজার বিদু্যৎগ্রাহক রয়েছে।
গত কয়েকদিন ধরে দিনরাত মিলে ২০ থেকে ৪০ বার বিদু্যৎ আসা-যাওয়া করে। এতে করে যেমন সাধারণ বিদু্যৎগ্রাহকদের ফ্রিজ, টেলিভিশন, বিদু্যতের বাল্প নষ্ট হচ্ছে তেমনিভাবে ব্যবসায়ীদের ব্যবসায় করতে গিয়ে খুবই হিমশিম খেতে হচ্ছে বলে এলাকায় অভিযোগ রয়েছে।
বিদু্যৎ গ্রাহকদের আবেদন এ অচল অবস্থা কবে নিরসন হবে এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি একবার মাঠে এসে দেখবেন কি।