বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১

পার্বতীপুরে দুই সপ্তাহ পর স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  ০৩ আগস্ট ২০২৪, ০০:০০
পার্বতীপুরে দুই সপ্তাহ পর স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে দুই সপ্তাহ পর স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়েছে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী সহিংসতা শুরু হলে এই জংশন থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। দুই সপ্তাহ বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল করছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে পার্বতীপুর-পঞ্চগড় ও পার্বতীপুর-লালমনিরহাটের মধ্যে যাত্রীবাহী কমিউটার ট্রেন চলাচল শুরু করেছে। তবে তুলনামূলকভাবে যাত্রী সংখ্যা অনেক কম। আতংকে ও না জানার কারণে যাত্রী সংখ্যা কম হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

দূরপালস্নার যাত্রীবাহী আন্তঃনগর ট্রেন চলাচলের কোনো সিন্ধান্ত এখনো হয়নি বলে জানা যায়।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে পার্বতীপুর রেলওয়ে থানার ওসি সাকিউল আজম বলেন, পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে ছেড়ে যাওয়া কমিউটার ট্রেনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি ট্রেনে সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে