ফুলেল শ্রদ্ধা জানিয়ে শহীদদের স্মরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শুক্রবার মুক্তাগাছা গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মুক্তাগাছা উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য কৃষিবিদ মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুল ইসলাম বিটুল, থানার ওসি মো. ফারুক আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল কাসেম, বড়গ্রাম ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জাহান আলী সরকার প্রমুখ।
উলেস্নখ্য, ১৯৭১ সালের ২ আগস্ট ময়মনসিংহের মুক্তাগাছার বড়গ্রাম ও মানকোন ইউনিয়নের কয়েকটি গ্রামে পাকস্তানি বাহিনী তাদের এ দেশীয় দোসর রাজাকার-আলবদরদের নিয়ে ব্যাপক গণহত্যা চালায়। এ দিন প্রায় ৩০০ মানুষ শহীদ হন। এ দিনটিকে মুক্তাগাছা গণহত্যা দিবস হিসেবে পালিত হয়ে থাকে।